বাংলা হান্ট ডেস্কঃ যদি প্রশ্ন করা হয় ক্রিকেটে কে এগিয়ে ভারত নাকি পাকিস্তান? তাহলে যে কেউ বলে দেবে পাকিস্তানের থেকে ধারে ভরে অনেকটা এগিয়ে ভারত। কিন্তু এই বাস্তব সত্যটা মানতে নারাজ পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রজ্জাক। তার মতে ভারতের থেকে অনেক বেশি প্রতিভাবান ক্রিকেটার রয়েছে পাকিস্তানে। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে তুলনা হওয়া অসম্ভব।
এছাড়াও আব্দুল রজ্জাক দাবি করেন যদি দুই দেশের মধ্যে শক্তি পরীক্ষা করতে হয় তাহলে দুই দেশের মধ্যে ম্যাচ হওয়া প্রয়োজন। এইদিন রজ্জাককে প্রশ্ন করা হয় বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে কে এগিয়ে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের তুলনা করা অসম্ভব। তাই এমন কিছু বলাই উচিৎ নয়। এছাড়াও তিনি জানিয়েছেন পাকিস্তানের রয়েছে অনেক বেশি প্রতিভা তার প্রমাণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে কত বড় বড় ক্রিকেটার পাকিস্তানের হয়ে খেলেছে।
রাজ্জাক দাবি করেন কোহলি এবং বাবরকে একে অপরের বিরুদ্ধে খেলতে হবে তবেই বোঝা যাবে দুজনের মধ্যে কে বেশি প্রতিভাবান।
আব্দুল রজ্জাক পাকিস্তানের জার্সি গায়ে তিন ধরনের ক্রিকেটই খেলেছেন। পাকিস্তানের জার্সি গায়ে 343 টি আন্তর্জাতিক ম্যাচে আব্দুল রজ্জাক সংগ্রহ করেছে 7419 রান এবং 389 টি উইকেট।