বাংলা হান্ট ডেস্কঃ গত শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন তৃণমূল (All India Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর চারিদিকে তৃণমূলের প্রার্থীরা একে একে নেমে পড়েছেন প্রচারে। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনও। কিন্তু বাধ সেধেছে একটি আসন। সেখানে দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আচমকাই তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রে শত চেষ্টা করেও আর প্রার্থী দিতে পারবে না শাসক দল। কারণ মনোনয়ন জমা দেওয়া শেষ দিন পার হয়ে গিয়েছে।
এর আগে মালদহ হবিবপুরের তৃণমূল প্রার্থী আসন পছন্দ না হওয়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর এবার পুরুলিয়া জেলাতেও বড়সড় ধাক্কা খায় তৃণমূল। হলফনামায় ত্রুটি থাকার কারণে বাতিল হয় তৃণমূল প্রার্থীর মনোনয়ন। তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার পুরুলিয়ার জয়পুর আসন থেকে মনোনয়ন পেশ করেছিলেন, কিন্তু হলফনামায় ত্রুটি থাকায় ওনার মনোনয়ন বাতিল করেছে কমিশন।
তৃণমূল প্রার্থীর হলফনামায় তারিখ নিয়ে বিভ্রাট থাকার কারণে ওনার মনোনয়ন বাতিল হয়। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। কংগ্রেস নেতা কপিল সিব্বল তৃণমূলের হয়ে এই মামলা লড়েন। এরপর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের মনোনয়ন নেওয়ার নির্দেশ দেয় কমিশনকে।
এরপর হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় কমিশন। এরপর কমিশনের সমস্ত যুক্তি তর্ক মেনে কমিশনের সিদ্ধান্তকে শিলমোহর দেয় হাইকোর্ট। এরফলে পুরুলিয়ার জয়পুর আসনে তৃণমূলের আর প্রতিদ্বন্দ্বিতা করা হল না। তবে ওই কেন্দ্রে তৃণমূলের যুব সভাপতি দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। শোনা যাচ্ছিল যে, তৃণমূল ওনাকেই সমর্থন করতে পারে। কিন্তু এখন জানা যাচ্ছে ওনারও মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে।
এখন পুরুলিয়ার জয়পুর আসন কার্যত শাসক শূন্য হয়ে পড়েছে। সেই আসনে তৃণমূল বিজেপির লড়াই হওয়া আর সম্ভব না। নিজের একটি ভুলে লড়াই থেকে ছিটকে গেলেন তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস।