বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিনেমা তথা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী উষসী চক্রবর্তী (ushasie chakraborty)। তবে এখন সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি বেশি পরিচিত ‘জুন আন্টি’ (jun aunty) নামে। ‘শ্রীময়ী’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে চুটিয়ে অভিনয় করছেন তিনি। ভিলেন হলেও প্রভূত ভালবাসা পেয়েছে চরিত্রটি।
এবার একুশের নির্বাচনের আগে নতুন লুকে ধরা দিলেন উষসী। চুলে লাল রঙ করে নয়া অবতারে হাজির হলেন তিনি। তবে নেহাতই যে ফ্যাশনের জন্যই এই লুক উষসীর তা অবশ্য স্পষ্ট। নীল শর্ট ড্রেস, সানগ্লাস পরে এদিন ক্যামেরাবন্দি হন অভিনেত্রী।
গত মাসেই ছিল উষসীর জন্মদিন। সেই উপলক্ষে কলকাতার মেট্রোপলিটন ক্লাবে বসেছিল টলি ও টেলি তারকাদের চাঁদের হাট। লাল শাড়ি হালকা গয়নায় এদিন ঝলমলিয়ে ওঠেন উষসী। খোলা চুলে প্রাণবন্ত হাসিতে আক্ষরিক অর্থেই লাইমলাইট কেড়ে নেন তিনি।
উষসীর ছবির কোলাজ, বেলুন লাল আলোয় সেজে উঠেছিল পার্টি। খানাপিনার পাশাপাশি আয়োজন ছিল নাচ গানেরও। উপস্থিত ছিলেন অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু রজতাভ দত্ত, দেবলীনা দত্ত, মনামী ঘোষ, সোনালি। অতিথিদের উপস্থিতিতে কেক কাটেন উষসী। তাঁকে কেক খাইয়ে দিতে দেখা যায় রজতাভ দত্তকে।
সব ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন উষসী। একটি বড়সড় আবেগঘন ক্যাপশনও লেখেন তিনি। অভিনেত্রী লেখেন, ‘মহামারি আমাদের ধরতে পারেনি। আমরা ধন্য। কিন্তু আমাদের অনেকের অনেক কিছু হারিয়ে গেছে। ক্ষত গভীর। কিন্তু তা আমাদের প্রাণবন্ত ভাবে বাঁচতে আটকাতে পারেনি। এই কারণেই এ বছর আমার জন্মদিন এত বিশেষ।’
তিনি আরো লেখেন, ‘আমার সব বন্ধুরা যারা সেদিন এসেছিলেন তাদের অনেক ধন্যবাদ। আমরা সবাই মিলে জীবনকে উদযাপন করেছি। জন্মদিন তো একটা উপলক্ষ মাত্র।’ উষসী আরো লেখেন, বয়স বাড়ুক কিন্তু বুড়ো হবেন না। মনের বয়স কিছুতেই বাড়তে দেবেন না।