বাংলা হান্ট ডেস্কঃ গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat kohli)। শনিবার ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ইনিংসের শুরু করেন বিরাট কোহলি। 52 বলে 80 রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট সেই সঙ্গে বিরাট ভেঙে দিলেন একাধিক রেকর্ড। সেই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রান করল ভারত। এর আগে 2007 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে 218 রান করেছিল ভারত এতদিন পর্যন্ত এটাই ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ স্কোর। শনিবার 224 রান করে নিজেদের পুরোনো রেকর্ড ভেঙ্গে দিল ভারতীয় দল।
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে 80 রানের অপরাজিত ইনিংস খেলার সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসেবে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ কে টপকে সর্বোচ্চ রানের মালিক হলেন বিরাট সেই সঙ্গে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে টপকে সবচেয়ে বেশি অর্ধশতরানেরও মালিক হলেন তিনি।
https://twitter.com/BCCI/status/1373285468683399168?s=20
এতদিন পর্যন্ত 49 টি ইনিংস খেলে অধিনায়ক হিসেবে 11 টিটোয়েন্টি অর্ধশতরানের মালিক ছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। এবার উইলিয়ামসনকে টপকে 12 টি অর্ধশতরান করে ফেললেন কোহলি। কোহলি মাত্র 45 টি ইনিংস খেলেই এই নজির গড়লেন।
Brilliant fifties from Rohit Sharma and Virat Kohli power India to 224/2!#INDvENG | https://t.co/7vTTjtwucR pic.twitter.com/jURP2O768W
— ICC (@ICC) March 20, 2021
অধিনায়ক হিসেবে 44 ম্যাচে 1462 রান করে তালিকায় শীর্ষে ছিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবার 1502 রান করে ফিঞ্চকে টপকে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।