বিরাট, রোহিত নয় বরং এই তরুণ ক্রিকেটারকে ভারতের টি-২০ সিরিজ জয়ের ‘নীরব নায়ক’ বললেন জাহির খান

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য সমাপ্ত হল ভারত ও ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ, 3-2 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে উল্লেখযোগ্য বিষয় ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার নিজেদের মেলে ধরেছেন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের থেকে দুর্দান্ত পারফরম্যান্স বেরিয়ে এসেছে। ওপেনার হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, সিরিজের সেরাও হয়েছেন তিনি। এছাড়াও দীর্ঘদিন পর চোট সরিয়ে দলে ফিরেই দুর্দান্ত বোলিং করেছেন ভুবনেশ্বর কুমার। জাত চিনিয়েছেন দুই তরুণ ক্রিকেটার ঈশান কিশান এবং সূর্য কুমার যাদব। তবে ভারতের টি-টোয়েন্টি সিরিজ জয়ের নীরব নায়ক হিসাবে শার্দুল ঠাকুরকে বেছে নিলেন প্রাক্তন ভারতীয় তারকা বোলার জাহির খান।

জাহির খান এর মতে, “এই ভারতীয় দলে তারকার ছড়াছড়ি। প্রত্যেক ক্রিকেটারই ক্ষমতা রাখেন একা হাতে ম্যাচের রং বদলে দেওয়ার। এরই মধ্যে নতুন করে এই সিরিজে আবির্ভাব ঘটল সূর্য কুমার যাদব এবং ঈশান কিশান এর মত তরকার। তবে আমার মতে ভারতের এই সিরিজ জয়ের নীরব নায়ক হচ্ছেন শার্দুল ঠাকুর। তিনি স্বার্থহীনভাবে দলের জন্য সমস্ত উজাড় করে দিয়েছেন।”

ইংল্যান্ডে ভারতের টি-টোয়েন্টি সিরিজে পাঁচ ম্যাচে আটটি উইকেট সংগ্রহ করেছেন শার্দুল ঠাকুর। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে যখন জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড দল সেই সময় একই ওভারে ইয়ন মর্গ্যান এবং বেন স্টোকসকে আউট করে ভারতের জয় ছিনিয়ে আনেন বেন স্টোকস। এছাড়াও সিরিজের শেষ ম্যাচে একটা সময় মারকাটারি ভূমিকায় ব্যাটিং করে ইংল্যান্ডকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ডেভিড মালান এবং জনি বেয়ারস্টোকে একই ওভারে আউট করে ইংল্যান্ডকে ধাক্কা দেয় শার্দুল ঠাকুর। এর ফলে সহজেই জয় হাসিল করে টিম ইন্ডিয়া।

Udayan Biswas

সম্পর্কিত খবর