আইনি ভাবে মদ খাওয়ার সর্বনিন্ম বয়স আরও কমলো! জানুন বিশদে

বাংলাহান্ট ডেস্কঃ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ( Delhi Deputy Chief Minister Manish Sisodia ) সোমবার ঘোষণা করেছেন যে আপ সরকার ( AAP Govt ) মদ খাওয়ার ন্যূনতম বয়স ( Lowers Drinking Age ) কমিয়ে দিয়েছে ২৫ বছর থেকে ২১ বছর।

একই সাথে সিসোদিয়া রাজস্ব বাড়ানোর জন্য এদিন নতুন মদ বিক্রির বিধিও ঘোষণা করেন। তিনি জানান, এগুলির মাধ্যমে, “২০ শতাংশ আয় বাড়বে ( revenue growth ) বলে আশা করা হচ্ছে”। যার মধ্যে এও রয়েছে যে, দেশের রাজধানীতে নতুন কোনও মদের দোকান খোলা হবে না। এ প্রসঙ্গে সিসোদিয়া বলেন, “২০১৬ সাল থেকে নতুন কোনও দোকান ( liquor shops )খোলা হয়নি।”

Manish

সংবাদ সম্মেলন করে দিল্লির উপ মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, আপনারা একটি মদের দোকানের বাইরে জেল খানার মত অবস্থা দেখেছেন, এখন থেকে সেখানে ৫০০ বর্গফুট জায়গা বাড়ানোর কথা বলেন তিনি। মদ বিক্রির প্রধান দরজাটি রাস্তার দিকে খুললে হবে না বলেও জানান।

সিসোদিয়া আরও বলেছিলেন যে, দিল্লির মন্ত্রিসভা নতুন আবগারি নীতি অনুমোদন করেছে, যেখানে দেশের রাজধানীতে সরকার কোনও মদের দোকান চালাবে না। সরকার মদের দোকানগুলির সুষ্ঠু বিতরণ ব্যবস্থা নিশ্চিত করবে, যাতে মদ মাফিয়াদের বাণিজ্য থেকে সরিয়ে দেওয়া হয়। আবগারি দফতরের সংস্কারের ফলে ২০ শতাংশ রাজস্ব বৃদ্ধি হবে বলে ধারণা প্রকাশ করেন।

Liquor

এদিন তিনি বলেন, দিল্লিই ( Delhi ) একমাত্র মহানগরীর শহর যেখানে এতদিন উচ্চ মদ্যপানের বয়স ছিল – এমনকি মুম্বাইয়েও, ২৫ বছরের কম বয়সীদের জন্য কেবল কঠোর মদ নিষিদ্ধ করা হয়, যখন মদ এবং বিয়ার ২১ বছরেই অনুমোদিত। এ প্রসঙ্গে তিনি নিউ ইয়র্ক এবং লন্ডনের মতো বড় বড় শহরগুলির কথা টেনে এনে বলেন, ওখানেও সর্বনিন্ম বয়স যথাক্রমে ২১ এবং ১৮ বছর।

সম্পর্কিত খবর