যদি পা’ই দেখাবেন শাড়ি কেন, বারমুডা পরুন’, মুখ্যমন্ত্রীক কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ ভোটের মুখেই ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) । যা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে। নির্বাচনী প্রচারে শাসকদল থেকে বিরোধীরা একে অপরকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেও, দিলীপ ঘোষের এই বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

এদিন তৃণমূলের তরফে একটি ভিডিও পোস্ট করা হয় অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে। সেই ভিডিও তে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ কোনও সভায় বলেছেন, ‘ প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা, একটা পা খোলা, এরকম শাড়ি পড়তে দেখিনি, যদি পা টা বার করে রাখবেন, তাহলে শাড়ি কেন বারমুডা পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়, কত নাটক দেখব আর’। যা নিয়ে এবার শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে।

West Bengal polls: Mamata promises 'income for all' in TMC manifesto; BJP mocks CM with wheelchair rally - Politics News , Firstpost

এই ভিডিও পোস্ট করে তৃণমূলের ( TMC ) তরফে লেখা হয়, ‘এরকম কুরুচিকর মন্তব্য দিলীপ বাবু ছাড়া আর কারও কাছ থেকে প্রত্যাশিত নয়! একজন মহিলা মুখ্যমন্ত্রীর নামে এইরকম নিন্দনীয় ভাষা প্রয়োগ প্রমাণ করে যে বাংলার বিজেপি নেতারা মহিলাদের সন্মান করে না।’

উল্লেখ্য, বঙ্গ রাজনীতিতে অশালীন ভাষা প্রয়োগের রীতি বহুদিনের। তবে বিগত কয়েক বছরে তার মাত্রা বেড়েছে বহুয়াংশে। এইরকম অশালীন মন্তব্য প্রায়ই শুনতে মেলে বাংলার রাজনীতির সব দলের পক্ষ থেকেই। তবে এদিনের দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীকে ( Mamata Banerjee ) নিয়ে করা এহেন মন্তব্য ভোটের মুখেই গেরুয়া শিবিরকে ( BJP ) চরম অস্বস্তিতে ফেলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


সম্পর্কিত খবর