রেল আপনাদের হাতে, আগে সেখানে মহিলাদের জন্য ফ্রি করে দেখানঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ বিজেপির ইস্তেহার প্রকাশের পর আবারও গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপির প্রকাশিত ইস্তেহার অনুযায়ী, মহিলাদের নিখরচায় সরকারী পরিবহণে যাতায়াতের প্রসঙ্গ তুলে অভিষেক চ্যালেঞ্জ করলেন, ‘রেল তো আপনাদের হাতে আছে, সেখানে আগে মহিলাদের জন্য ফ্রি পরিবহন করে দেখান’।

স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহ রবিবার বিজেপির ইস্তেহার প্রকাশ করেছিলেন। বিভিন্ন প্রতিশ্রুতির পাশাপাশি সেখানে তিনি বলেছিলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সমস্ত সরকারী পরিবহণে যাতায়াতের ক্ষেত্রে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ করে দেওয়া হবে।

hbbbn

এই বিষয়কে টার্গেট করে বিজেপিকে বিঁধলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের সভা থেকে তিনি চ্যালঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘গত ১০ বছরে বাংলার মানুষ শুধু ট্রেলার দেখেছে, এবার আগামী ৫ বছরে উন্নয়ন দেখবে গোটা ভারত। তৃণমূলের ইস্তেহার হল হাই কোয়ালিটির ডিভিডি, আর বিজেপিরটা ভাঙা ক্যাসেটের মত। ওটা বহিরাগতের পার্টি। রেল তো আপনাদের হাতে আছে, সেখানে আগে মহিলাদের জন্য ফ্রি পরিবহন করে দেখান’।

বিজেপির ইস্তেহার প্রকাশে বাংলা ভাষার প্রয়োগ না করা নিয়েও অমিত শাহকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘বিজেপির পক্ষ থেকে ৩ ঘণ্টা ধরে বক্তব্য রাখা হল ইস্তেহার নিয়ে। কিন্তু তার মধ্যে এক লাইনও বাংলায় বলতে পারলেন না। লেখা তো দূরস্তর, বাংলা জানেই না ওঁরা। এমনকি নিজের নামটা অবধি বাংলায় লিখতে পারে না। আবার তারাই কিনা বলছে সোনার বাংলা গড়বে’।


Smita Hari

সম্পর্কিত খবর