বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দফা ভোটের আগেই জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল-বিজেপি। সেই সব নির্বাচনী জনসভা (Bengal Election Campaign) থেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগের বন্যা বইছে। সেই মত একুশের ভোটের নির্বাচনী প্রচারের শুরু থেকেই প্রধান বিরোধী দল বিজেপির (BJP) বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার মত গুরুতর অভিযোগ করে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই অভিযোগের মাত্রা আরও বাড়িয়ে এদিন বাঁকুড়ার (Bankura) ওন্দার জনসভা থেকে জানিয়ে দিলেন ‘বিজেপি টাকা বিলোচ্ছে তা হাতে নাতে ধরিয়ে দিতে পারলেই একটি পুরষ্কার, চাকরি।
এদিনের জনসভা থেকে তৃণমূল (TMC) সুপ্রিমো রাজ্যবাসীকে আরও বলেন যে, ‘টাকা দিলে নিয়ে নেবেন, কারণ ওটা আপনার টাকা। কিন্তু ভোটটা দেবেন না।’ এমনকি সেই সমস্ত টাকার উৎস কি তাও বললেন মমতা। তিনি বলেন, ‘টাকাটা নোটবন্দীর টাকা, টাকাটা পিএম কেয়ারের, টাকাটা ব্যাঙ্ক বিক্রির টাকা, টাকাটা রেল বিক্রির টাকা, বিএসএনএল বিক্রির টাকা।’
এর পাশাপাশি তিনি এদিন আরও অভিযোগ করেন যে, পুলিশকে দিয়ে এলাকায় এলাকায় ঢুকে টাকা ছড়ানো হচ্ছে। তার জন্য নাকা চেকিং হওয়া উচিত বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর প্রদেশ থেকে আসা পুলিশের উপর ওনার কোনও ভরসা নেই। বিজেপির হয়ে কাজ করতে পারেন বলে এদিন সন্দেহ প্রকাশ করেন তিনি। এমনকি এর আগে একধিক জনসভায় টিম তৈরি করে ভোট মেশিন পাহারা দেওয়ার কথাও বলেছিলেন তিনি।
প্রসঙ্গত, এদিনের জনসভা থেকে মমতা বিজেপিকে একহাত নিয়ে একাধিক ইসুতে আক্রমণ শানিয়েছেন। তিনি গেরুয়া শিবিরের সপ্তম বেতন কমিশন গঠন করার প্রসঙ্গ টেনে এনে বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিশ্রুতি রাখেনি। এমনকি গ্রুপ ডি পদের বেসরকারিকন হয়েছে বলে বাংলার চাকুরিজীবীদের (Govt Employee ) সাবধান করেন তিনি।