বাংলাহান্ট ডেস্কঃ ফের বাংলার মসনদে প্রত্যাবর্তনের আসায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূলের নেত্রী মমতা। থেমে নেই তাঁর ঘোষিত প্রার্থীরাও। কেও বাড়ি-বাড়ি গিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে, তো কেও মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামছেন। প্রচারে গিয়ে তাদের নানান প্রতিশ্রুতিও উঠে আসছে সংবাদের শিরোনামে। তবে এবার পুরো উল্টো কাণ্ড ঘটালেন তৃণমূল প্রার্থী। লিফলেট বিলি করে পূর্বের ভুলের ক্ষমা চাইছেন ইংলিশবাজারের (Englishbazar) তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী (Krishnendu Narayan Chowdhury) ।
এদিন ইংলিশবাজার শহরের নেতাজী মোড় এলাকায় পথচলিত সাধারণ মানুষ, টোটো,অটো চালক ও বাইক আরোহীদের হাতে লিফলেট তুলে দেন তৃনমূল প্রার্থী। তিনি জানান, তার অফিসের কর্মীদেই দুর্ব্যবহারের জন্য তিনি দুঃখিত ও ক্ষমা প্রার্থী।
এদিন তিনি আরও জানান, গত নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন। সেখান থেকে শিক্ষা নিয়ে তিনি এবার মানুষের কাছ থেকে তার অফিসের কর্মীদের দুর্ব্যবহারের কথা শুনেই ক্ষমা চাইছেন। তিনি বলেন, যত ধাক্কা খাচ্ছি তত শিখছি।
তবে কৃষ্ণেন্দুর ক্ষমা চাওয়া নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ল না। ইংলিশবাজারের বাম প্রার্থী বলেন, ওসব ক্ষমা চেয়ে কিছু হবে না। গত নির্বাসনে ৪০ হাজার ভোটে হেরেছিলেন, তা সত্ত্বেও তাদের ওই ব্যবহার অব্যাহত। উনি জিতলে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হবে। তবে তৃণমূল প্রার্থীর ( TMC Candidate ) এহেন ক্ষমা চাওয়া নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন নেতৃত্বরা।
অন্যদিকে জেলার বিজেপি নেতৃত্ব কটাক্ষ করে বললেন, কৃষ্ণেন্দুকে কি কেউ চেনেন না, যে ওকে বাড়িতে বাড়িতে গিয়ে পরিচিতি পত্র দিতে হবে। গত নির্বাচনে তার হেরে যাওয়া নিয়ে এদিন বিজেপি (BJP) নেতৃত্ব আরও বলেন, ওর ব্যবহার রুষ্ট। তাই মানুষ নির্বাচনে তাকে প্রত্যাখ্যান করেছিল। এখন তিনি সাধু সাজছেন!