বাংলাহান্ট ডেস্ক: দিল্লির এক পানশালার বাইরে মধ্যরাতে উন্মত্ত জনতার হাতে বেধড়ক মার খেলেন অজয় দেবগণ (ajay devgan)। মারতে মারতে ছিঁড়ে দেওয়া হল তাঁর জামা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ঘিরে এমনি গুঞ্জন তুঙ্গে উঠেছে। ভিডিওর ব্যক্তি নাকি অজয় দেবগণই, জোর গলায় এমনি দাবি করেছেন অনেকে।
ব্যাপারটা একটু খোলসা করেই বলা যাক। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, প্রায় মধ্যরাতে দিল্লির এক পানশালার বাইরে উন্মত্ত জনতা সমানে মেরে চলেছে এক ব্যক্তিকে। ব্যক্তির সাদা শার্ট ছিঁড়ে গিয়েছে তবুও জনতা মার থামাচ্ছে না।
এই ভিডিও দেখেই অনেকে দাবি করেছেন ভিডিওর ব্যক্তিটি অজয় দেবগণ। ব্যক্তিকে নাকি হুবহু অভিনেতার মতোই লাগছে। অনেকেই মিল খুঁজে পেয়েছেন অজয়ের সঙ্গে। বলা বাহুল্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এই ভিডিও। প্রথমে চুপচাপ থাকলেও পরে এই বিষয়ে প্রতিক্রিয়া দেন অজয়।
What is the truth of the viral video of Ajay Devgn being beaten up, watch this video as well as the original video#AjayDevgn #VideoViral #Video #Official_Video #videos #ajaydevgan #FarmersProtest #ajay_beaten #viralvideo #YouTube pic.twitter.com/QkOtlZzU8X
— Shafeen Golandaz (@ShafeenGolanda1) March 29, 2021
তবে তিনি সরাসরি মুখ খোলেননি। বরং নিজের মুখপাত্রর মারফত একটি বিবৃতি দিয়েছেন। বলা হয়েছে, তানাজি: দ্য আনসাং ওয়ারিয়ারের প্রমোশনের পর আর দিল্লি যাননি অজয়। গত ১৪ মাস তিনি দিল্লি যাননি। গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি, মে ডে, ময়দান সব ছবির শুটিংই সারা হয়েছে মুম্বইতে। ভাইরাল ভিডিও ঘিরে যে খবর ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে।
https://twitter.com/ajaydevgncg/status/1376567213658841091?s=19
প্রসঙ্গত, ‘মে ডে’ ছবিতে একজন বিমান চালকের চরিত্রে দেখা যাবে রকুল প্রীতকে। থ্রিলার ড্রামাটির পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন অজয় দেবগণ। অমিতাভ বচ্চনও রয়েছেন এই ছবিতে। গত বছরের শেষেই শুরু হয়েছে ছবির শুটিং। অপরদিকে গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি ছবিতে অজয়ের সঙ্গে দেখা যাবে আলিয়াকে।
কিছুদিন আগে শোনা গিয়েছিল পরিচালক ওম রাউতের আদিপুরুষ ছবিতে শিবের চরিত্রে দেখা যেতে চলেছে অজয় দেবগণকে। এর আগে তানাজি ছবির জন্যও সইফ ও অজয় একত্রে স্ক্রিন শেয়ার করেছিলেন। সেই ছবিরও পরিচালক ছিলেন ওম রাউত। খবর সত্যি হলে নিঃসন্দেহে অজয় অনুরাগীরা অত্যন্ত খুশি হবে।