বাংলা হান্ট ডেস্কঃ কোচবিহারের শীতলকুচির জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উদ্দেশ্য করে বলেছিলেন যে, ‘সিআরপিএফ যদি গণ্ডগোল করতে আসে, তাহলে তাঁদের ঘেরাও করুন। এরপর একদল ভোট দিতে যান। নিজের ভোট নষ্ট করবেন না।” মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বয়ানের পর নির্বাচন কমিশন ওনাকে চিঠি পাঠিয়ে জবাবদিহি করতে বলেছিল। এবার নির্বাচন কমিশনের চিঠির জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। .
চতুর্থ দফার নির্বাচনের দিনে নির্বাচন কমিশনকে জবাব দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বলেছি মহিলাদের গণতান্ত্রিক ভাবে ঘেরাও করতে। ভোটাধিকারে বাধা দিলে তাঁদের এই কাজ করতে বলেছি। মুখ্যমন্ত্রী চিঠিতে জানান, ঘেরাও করা একটা প্রতিবাদের মাধ্যম। ১৯৬০ সাল থেকেই এই শব্দের চল শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।
তিনি বলেন, আমি শুধু এটুকুই বলতে চেয়েছি যে ভোটাররা যেন নির্বিঘ্নে তাঁদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে। সিআরপিএফ ভোটদানে বাধা দিলে তা মেনে নেওয়া যাবে না। ঘেরাও কথার অর্থ কথাবার্তা, ওটার মানে ঘিরে ধরা নয়। তিনি বলেন সিআরপিএফ এর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করা আর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অনেক। গণতন্ত্র আর সংবিধানের পবিত্রতা রক্ষা করার জন্যই আমি এক কথা বলেছিলাম। আমি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করিনি।