বাংলা হান্ট ডেস্কঃ আজ চতুর্থ দফার ভোট চলাকালীন বনগাঁয় একটি জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বিজেপি, কেন্দ্র সরকার এবং অমিত শাহকে একের পর এক আক্রমণ করেন। ওই সভা থেকে তিনি কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন তৃণমূল কর্মীর মৃত্যুর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করেন।
বনগাঁর সভা থেকে মুখ্যমন্ত্রী আগামীকাল রাজ্য জুড়ে শীতলকুচির ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ পরে তৃণমূল কর্মীদের রাস্তায় নামার আহ্বান জানান। এবং তিনি এও বলেন যে, আগামীকাল কিছুক্ষণের জন্য হলেও তিনি শীতলকুচি যাবেন। এই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির আচ্ছে দিন মানে কি কি তাঁর বিবরণ দেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন আনবেন আচ্ছে দিন। উনি আচ্ছে দিন এনেছেন। বিজেপির আচ্ছে দিন মানে গুলি করে মানুষ মেরে দিন। বিজেপির আচ্ছে দিন মানে গ্যাসের দাম বাড়িয়ে দিন। বিজেপির আচ্ছে দিন মানে NPR চালু করে দিন। বিজেপির আচ্ছে দিন মানে ডিটেনশন ক্যাম্পে মানুষকে ভরে দিন।
তিনি বলেন, গ্যাস কিনতে হচ্ছে ১ হাজার টাকা দিয়ে। ওঁরা ভোটের আগে আপনাকে টাকা দেবে, আপনি টাকা নেবেন কিন্তু ওদের ভোট দেবেন না। বিজেপি সয়াজের লজ্জা, মানবতার লজ্জা।