বাংলা হান্ট ডেস্কঃ আজ আইপিএল (IPL) অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata night riders)। আজ চেন্নাইতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে কেকেআর। এবার কেকেআর দল বেশ শক্তিশালী তাই কেকেআর দল সাজানো নিয়ে চিন্তায় পড়েছে অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট। কাকে ছেড়ে কাকে বাদ দেওয়া যায় সেই চিন্তাতেই রয়েছে কেকেআর শিবির।
গত বছর যেহেতু কেকেআরের ব্যাটিং লাইনআপে প্রায় প্রত্যেক ম্যাচেই পরিবর্তন করতে হয়েছে। প্রত্যেক ম্যাচেই ওপেনিংয়ে শুভমান গিলের সঙ্গে নতুন জুটিকে খেলতে দেখা গিয়েছে তাই এবার শুরু থেকে একজন প্রকৃত ব্যাটসম্যানকে শুভমান গিল এর সঙ্গে ওপেনিং জুটি হিসেবে চাইছে কেকেআর। সেই হিসাবে রাহুল ত্রিপাঠীই কেকেআরের প্রথম পছন্দ। এমনটা হলে বাদ পড়তে পারেন কেকেআরের দীর্ঘদিনের আশা ভরসা সুনীল নারিন।
চেন্নাইয়ে পিচের দিকে তাকিয়ে আজকে কেকেআরের প্রথম একাদশের চারজন বিদেশি হতে পারেন ইয়ন মর্গ্যান, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল এবং প্যাট কামিন্স। যেহেতু এবার ওপেনিংয়ে শুরু থেকে রাহুল ত্রিপাঠীকে খেলানোর কথা ভাবছে কেকেআর সেক্ষেত্রে আজকের ম্যাচের রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে সুনীল নারিন। অপরদিকে হরভজন সিং-কে দলে নেওয়ায় এবার কেকেআরের হাতে রয়েছে একাধিক বিশ্বমানের স্পিনার। তাই আজকের ম্যাচে সুনীল নারিনের রিজার্ভ বেঞ্চে বসার সম্ভাবনা প্রবল।