এক ওভারেই ম্যাচের রং পাল্টে দিলেন বাংলার অখ্যাত ক্রিকেটার শাহবাজ, রাতারাতি হয়ে উঠলেন নায়ক

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার আইপিএলের ষষ্ঠ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ছয় রানে হারিয়ে আইপিএলে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল বিরাট বাহিনী। এই ম্যাচে ব্যাঙ্গালুরুর জয়ের নায়ক বাংলার শাহবাজ আহমেদ। ব্যাট হাতে সফল না হলেও বল হাতে ভেলকি দেখালেন তিনি। মাত্র 7 রান দিয়ে তিনটি উইকেট তুলে নিলেন শাহবাজ আহমেদ।

বাংলার ক্রিকেটাররা খুব বেশি আইপিএলে সুযোগ পায়না। আইপিএলে বাংলার ক্রিকেটারদের মুখ খুব কমই দেখা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আইসিবির মত বড় টিমের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন বাংলার শাহবাজ আহমেদ। অধিনায়ক বিরাট কোহলি তার সামনে বড় জায়গা খুলে দিয়েছিলাম হিরো হওয়ার জন্য। শাহবাজকে তিন নম্বরে ব্যাটিং করতে পাঠায় বিরাট। তবে এইদিন ব্যাট হাতে চূড়ান্ত অসফল হন তিনি। 10 বলে 14 রান করেন শাহবাজ আহমেদ। ব্যাট হাতে অসফল হলেও বল হাতে পুষিয়ে দিলেন শাহবাজ। মাত্র দু-ওভার বল করে সাত রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন শাহবাজ। শাহবাজ আহমেদের এই দুর্দান্ত বোলিংয়ের সুবাদে এই দিন হায়দ্রাবাদকে হারিয়ে দুই পয়েন্ট ঘরে তুলেছে ব্যাঙ্গালুরু।

https://twitter.com/RCBTweets/status/1382551757461475333?s=20

প্রথমে ব্যাটিং করে 149 রানে শেষ হয়ে যায় বেঙ্গালুরু ইনিংস। এইদিন ব্যাট হাতে জ্বলে ওঠেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল এবং অধিনায়ক বিরাট কোহলি ছাড়া এইদিন আর কোন ব্যাটসম্যান ব্যাট হাতে সফল হননি। 150 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভর করে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিল হায়দ্রাবাদ। সেই সময় বল হাতে হঠাৎই জ্বলে ওঠেন শাহবাজ। দু-ওভার বল করে 7 রানে 3 টি উইকেট তুলে নিয়ে তিনি হায়দ্রাবাদের কোমর ভেঙে দেন এবং বেঙ্গালুরুকে জয় এনে দেন। শাহবাজ আহমেদের শিকার হন জনি বেয়ারস্টো, মনিশ পান্ডে ও আব্দুল সামাদ।


Udayan Biswas

সম্পর্কিত খবর