বাংলাহান্ট ডেস্কঃ তাপমাত্রার পারদ ক্রমশ উর্দ্ধমুখী হচ্ছে। নেই বৃষ্টির কোন সম্ভাবনা। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই বাংলায়। বাড়বে শুধুই তাপমাত্রার পারদ। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির ঘর ছুঁতে এগিয়ে যাচ্ছে। নাজেহাল হয়ে পড়ছে বাংলার মানুষ।
অন্যান্য বছর মার্চ থেকে জুন মাসের দিকে সমুদ্রজুড়ে নিম্নচাপের প্রভাব সৃষ্টি হয়। তবে এবছর ঘূর্ণিঝড়ের কোন প্রভাব পড়েনি। মে মাস প্রাক বর্ষার মাস হওয়ায়, এই সময় উপকূলে নানারকম ঝড় বৃষ্টি এমনকি ঘূর্ণিঝড়ের প্রভাব আরও বেশি করে লক্ষ্য করা যায়। তবে এবছর মে মাসে বঙ্গোপাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পরতে পারে উপকূলভাগে।
হাওয়া অফিস জানিয়েছে, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে আগামী ২৭ শে এবং ২৮ শে এপ্রিল বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তার আগে পর্যন্ত তাপমাত্রার পারদ চড়তে থাকবে।
আজকের আবহাওয়া
রবিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে বেশ কিছু এলাকায় আংশিক রৌদ্রোজ্জ্বল আকাশ এবং রাতের দিকে আবছা আকাশ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুইই বেশ খানিকটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই চড়া রোদের প্রকাশ ঘটেছে। সেইসঙ্গে অনুভূত হচ্ছে তাপপ্রবাহও। আপাতত নেই বৃষ্টির কোন পূর্বাভাস।