বাংলা হান্ট ডেস্কঃ সকাল থেকে এক ভাবে বুথের ভিতর বসে রয়েছে তৃণমূলের এজেন্ট। তাঁকে রিলিফ দিতে গিয়ে বেধড়ক মার খেলেন তৃণমূলের এক কর্মী। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরে। এই ঘটনায় সরাসরি কেন্দ্রীয় বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক দল।
প্রাপ্ত খবর অনুযায়ী, পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েতের ২১৭ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান হয়েছেন শাসক দলের কর্মী কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। আক্রান্ত তৃণমূল কর্মী অভিযোগ করে বলেন, ২১৭ নং বুথে পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছিল না কেন্দ্রীয় বাহিনী। আমি ওদের গিয়ে বলি, আমাদের পোলিং এজেন্ট সকাল থেকেই রয়েছে। তাঁকে রিলিফ দেওয়া হোক।
কৃষ্ণেন্দুবাবু বলেন, আমি এই কথা বলার পর আমাকে মারধর করে কেন্দ্রীয় বাহিনী। আমি ওদের যখন বলি আমি তৃণমূলের কর্মী, তখন আমাকে বলে তৃণমূলের দালালি করছ? এই বলেই আরও মারা হয় আমাকে। এরপর আমি গুরুতর আহত হয়ে পড়ি। তখন আমাকে সবাই মিলে ধরে হাসপাতালে ভর্তি করায়। কৃষ্ণেন্দুবাবু আরও বলেন, যাদের দায়িত্ব শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করানো, তাঁরাই এরকম আচরণ করছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার