IPL চলাকালীন করোনা মোকাবিলায় PM CARES-এ বিপুল অর্থ অনুদান KKR তারকা প্যাট কমিন্সের

বাংলাহান্ট ডেস্কঃ মারণ ভাইরাসের (Corona Pandemic) তাণ্ডবে জর্জরিত গোটা দেশ। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত পরিস্থিতি। দিনে রেকর্ড হারে মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। দৈনিক আক্রান্তের সংখ্যাও ছাড়িয়ে গিয়েছে সাড়ে তিন লক্ষের গন্ডি। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে করোনা মোকাবিলায় বাঁধ সেধেছে অপর্যাপ্ত অক্সিজেন এবং হাসপাতালে শয্যার আকাল। এহেন পরিস্থিতি মোকাবিলায় দেশ-বিদেশ থেকে এগিয়ে আসছে সাহায্যের হাত।

এবার সেই তালিকায় সংযোজন KKR তারকা মানবিক প্যাট কমিন্স। IPL খেলতে এসে ভারতের মন জয় করে নিল এই অস্ট্রেলিয়ান স্পিডস্টার। করোনা মোকাবিলায় PM CARES ফান্ডে দিলেন বিপুল অর্থ অনুদান। তিনি ৫০ হাজার মার্কিন ডলার অনুদান হিসেবে দিলেন। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮ লক্ষ টাকা। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলতে ভারতেই রয়েছেন প্যাট কমিন্স। আইপিএল চলাকালীন দেশের করোনা পরিস্থিতি যেভাবে উদ্বেগ বাড়াচ্ছে তাতে আতঙ্কে ভুগছেন ক্রিকেটার থেকে ফ্র্যাঞ্চাইজির অন্যান্য সদস্যরাও।

এদিন টুইট করে প্যাট কমিন্স এই বড়সড় ঘোষণার কথা জানান। পাশাপাশি বাকিদেরও এগিয়ে আসার আর্জি জানিয়েছেন তিনি। উল্লেখ্য, অস্ট্রেলিয়ান স্পিডস্টার কমিন্সই আইপিএলে অংশগ্রহণকারী প্রথম ক্রকেটার যিনি প্রকাশ্যে সাহায্যের কথা ঘোষণা করলেন।

এদিন টুইটারে তিনি (Pat Cummins) লিখলেন, ‘করোনা অতিমারীর কারণে আইপিএলের আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। এমন পরিস্থিতিতে ভারত সরকারকে আমার মতামত হল, গোটা দেশে করোনা যা পরিস্থিতি তাতে লকডাউন হওয়ার উপক্রম। অনেক মানুষই গৃহবন্দী হয়ে পড়েছেন, অসংখ্য মানুষ কষ্ট সহ্য করছেন। এমন পরিস্থিতিতে কয়েক ঘন্টার আইপিএল মানুষকে বিনোদন ও সাময়িক স্বস্তি দেয়।’


সম্পর্কিত খবর