ছেঁটে ফেলা হল ওয়ার্নারকে, হায়দ্রাবাদের নতুন দায়িত্বে কেন উইলিয়ামসন, ক্ষোভে ফুঁসছে সমর্থকরা

বাংলা হান্ট ডেস্কঃ সানরাইজার্স হায়দ্রাবাদের দীর্ঘদিনের সাথী, অনেক প্রতিকূল অবস্থায় যিনি সানরাইজার্স হায়দ্রাবাদকে একা হাতে ম্যাচ জিতিয়েছেন সেই ডেভিড ওয়ার্নারকেই ছেটে ফেলল হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট। সেই 2012 সাল থেকে হায়দ্রাবাদ দলে রয়েছেন ডেভিড ওয়ার্নার। প্রত্যেক বছরই তার ব্যাট থেকে এসেছে ঝুড়ি ঝুড়ি রান। ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভর করে অনেক প্রতিকূল অবস্থা থেকে বেরিয়ে এসেছে হায়দ্রাবাদ। তারপর 2014 সালে হায়দ্রাবাদ দলের অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে ডেভিড ওয়ার্নারের।

হায়দ্রাবাদ জার্সি গায়ে এক মরশুমে সর্বোচ্চ রান করে তিনবার অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন ওয়ার্নার। ওয়ার্নারের হাত ধরে 2016 সালে প্রথম এবং একমাত্র আইপিএল ট্রফি জিতেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে এই সমস্ত কৃতিত্ব ভুলে শুধুমাত্র এই মরশুমে খারাপ পারফরম্যান্সের সমস্ত দায় অধিনায়ক এর উপর চাপিয়ে দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলা হল ডেভিড ওয়ার্নারকে। হায়দ্রাবাদের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করা হল কেন উইলিয়ামসনের নাম।

n27588632065bbb74d3f001866c1b453524c13928a8096af6743796285b2a72a57275fbfc6

ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর রেগে আগুন সানরাইজার্স হায়দ্রাবাদের সমর্থকরাই। তাদের দাবি টি-টোয়েন্টি ক্রিকেটে ডেভিড ওয়ার্নার হল একজন কিংবদন্তি। ওয়ার্নার দলের জন্য কি করেছে সে সমস্ত ভুলে গিয়ে ওয়ার্নারকে এই ভাবে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া একদমই উচিত হয়নি। এছাড়াও তারা বিরাট কোহলির প্রসঙ্গ টেনে ওয়ার্নারকে আইপিএল অধিনায়ক হিসেবে এগিয়ে রেখেছেন। অনেকে দাবি করেছেন ডেভিড ওয়ার্নারের বদলে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্টকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর