বাংলাহান্ট ডেস্কঃ ভোট পরবর্তী হিংসা বাংলায় (west bengal) চরম আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)। সূত্রের খবর, এই হিংসার কারণ জানতে চেয়ে আবারও রাজ্য সরকারকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
রবিবার নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে বাংলার পরিবেশ। বিভিন্ন দিক থেকে রাজনৈতিক হিংসার চিত্র সামনে আসছে। বিজেপি শিবিরের অভিযোগ, তাঁদের কর্মী সমর্থকদের মারধর করে তাঁদের ঘর বাড়ি ভেঙে জ্বালিয়ে দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
Take necessary steps to stop post-poll violence without any loss of time: Union home ministry to West Bengal
— Press Trust of India (@PTI_News) May 5, 2021
Centre sends terse reminder to West Bengal to immediately furnish report on post-poll violence: Officials
— Press Trust of India (@PTI_News) May 5, 2021
If report on post-poll violence not sent immediately, matter will be taken seriously: MHA to West Bengal
— Press Trust of India (@PTI_News) May 5, 2021
ইতিমধ্যেই রাজ্যের কাছে এই ভোট পরবর্তী হিংসার রিপোর্ট চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে রাজ্য সরকারের রিপোর্ট দিতে দেরী হওয়ায়, আবারও কড়া চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, সেখানে বলা আছে- বেশি সময় নষ্ট না করে ভোট পরবর্তীতে এই হিংসার আগুন বন্ধ করুন। দ্রুত পদক্ষেপ নিন এই বিষয়ে। দ্রুতই এই বিষয়ে রিপোর্ট না পাঠালে, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখা হবে।
বাংলার এই বর্তমান পরিস্থিতিতে দুদিনের সফরে রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি রাজ্য সরকারের দিকে আগুন তুলে বলেন, ‘হামলাকারীদের নাম জানানোর পরও এখনও অবধি কাউকে গ্রেফতার করা হয়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বাংলার। আইন-শৃঙ্খলার দিকে খেয়াল না দিয়ে মুখ্যমন্ত্রী শুধু তোষণ, তোলাবাজির রাজনীতিতে মদত দিচ্ছেন। মহিলাদের কোন সুরক্ষা নেই এখানে। বিজেপি ঠিক গণতান্ত্রিক উপায়ে এর জবাব দেবে’।
অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, ‘অনেক ঘটনা মিথ্যে, আগের ঘটনা এখনকার বলেও চালিয়ে হিংসা ছড়ানো হচ্ছে। এসবে বিশ্বাস করবেন না। সকলকেই অনুরোধ করছি এবার এই হিংসা বন্ধ করুন। বিগত ৩ মাস আমার হাতে কিছু ছিল না, নির্বাচন কমিশন সবটা দেখত। আর এইকদিনে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে’।