কাশ্মীরি বন্ধুর বাড়িতে ইদের দাওয়াত খেলেন ভাস্বর, দূর্গাপুজোয় জানালেন আমন্ত্রণ

বাংলাহান্ট ডেস্ক: ভাস্বর চট্টোপাধ‍্যায়ের (bhaswar chatterjee) রোজা রাখার খবর প্রকাশ‍্যে আসতেই কটাক্ষ, সমালোচনায় ভরে উঠেছিল সোশ‍্যাল মিডিয়া। হিন্দু ব্রাহ্মণ হয়েও রোজা রাখছেন ভাস্বর! অভিনেতার উদ্দেশে তীব্র আক্রমণ শানিয়েছিলেন নেটিজেনদের একাংশ। তবে তাতে পাত্তা দেননি ভাস্বর। মন থেকে চান দুই ধর্মের মানুষ এক হয়ে সবার উৎসব সবাই পালন করুক, এই কারণেই রোজা রেখেছিলেন তিনি।

এটাই ছিল ভাস্বরের প্রথম রোজা। ১৩ এপ্রিল থেকে  ১২ মে পর্যন্ত রমজানের গোটা মাসটাই রোজা রাখার ইচ্ছা ছিল কিন্তু তা আর হয়ে ওঠেনি। তাই নিয়ম মেনে পাঁচদিনের রোজা রেখেছিলেন। কলকাতা নিবাসী তাঁর কাশ্মীরি বন্ধু মুসাদ্দিক আহমেদ খানের আমন্ত্রণে তাঁর বাড়িতেই ইদের দাওয়াত খেলেন ভাস্বর।

Screenshot 2021 05 15 19 07 51 232 com.instagram.android
অভিনেতা জানান, সমস্ত নিয়ম মেনেই ইদের আগে একে অপরকে উপহার দিয়েছেন তাঁরা। ভাস্বরের বন্ধু তাঁকে দিয়েছেন একটি পাঠান স‍্যুট ও আতর। অপরদিকে অভিনেতা তাঁকে উপহার দিয়েছেন একটি কুর্তা। ইদের দিন মুসাদ্দিকের বাড়ি গিয়ে রাতে ইদের দাওয়াত খেলেন ভাস্বর।

এদিনের মেনু নিয়ে অভিনেতা বলেন, ‘বিরিয়ানি, গোরুর মাংস, ফিরনি, সিমুই তো থাকবেই। আর কী কী বিশেষ পদ থাকবে সেটা গিয়ে জানতে পারব। আমার রোজা রাখার খবর নেটমাধ্যমে শেয়ার করতেই সবাই রে রে করে উঠেছিলেন। বলেছিলেন, এ বার ভাস্বর গোরুর মাংস-ও খাবেন! তাঁদের জানাই, আমি আমার মতো খাওয়াদাওয়া করব। এবং সেখানে গো-মাংস থাকবে না। আরও একটা কাজ করব। আমার বাড়ির দুর্গাপুজোয় মুসাদ্দিককে সপরিবারে নিমন্ত্রণ করে আসব। আজ, ইদের দিনে’।

https://www.instagram.com/p/CO5DQVaAHKL/?igshid=7v0vzwzu71b

কিন্তু ভাস্বর যে ব্রাহ্মণ হয়েও রোজা রাখলেন, বাড়িতে কেউ আপত্তি তোলেননি? উত্তরে ভাস্ব‍র জানান, তিনি যে উপোস করছেন সেটা পছন্দ নয় অভিনেতার বাবার। তবে পরব মানায় কোনো আপত্তি নেই কারোর।

Niranjana Nag

সম্পর্কিত খবর