বাংলাহান্ট ডেস্কঃ ইজরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে চলা যুদ্ধের সুযোগ নিয়ে কিছু কট্টরপন্থী সংগঠন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জম্মু কাশ্মীরে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। এই বিষয়ে জম্মু কাশ্মীর পুলিশ ইজরায়েল-প্যালেস্তাইনের সংঘর্ষের সঙ্গে যুক্ত সংবেদনশীল কন্টেন্ট পোস্ট করে উপত্যকায় শান্তি ভঙ্গ করার চেষ্টা করলে কড়া পদক্ষেপ নেওয়া হুঁশিয়ারি দিয়েছে।
জম্মু কাশ্মীর পুলিশের হুঁশিয়ারির পরেও কিছু কট্টরপন্থী ইজরায়েল-প্যালেস্তাইনের নামে উপত্যকায় অশান্তি ছড়ানোর চেষ্টায় আছে। ইজরায়েলের বিরুদ্ধে স্লোগান আর বিক্ষোভ প্রদর্শন করার শ্রীনগর থেকে ২০ আর শোপিয়ান থেকে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Srinagar Police arrested 20 individuals in connection with violation of Corona Curfew under section 51 DM Act. Two protests were held in Srinagar Friday on Palestine Issue. They were identified on basis of videography done during the protests. @JmuKmrPolice @KashmirPolice
— Srinagar Police (@SrinagarPolice) May 15, 2021
কাশ্মীরের রাস্তায় কয়েকজন ‘We Are Palestine” এর গ্র্যাফিটি বানাচ্ছিল। সেখানে প্যালেস্তাইনের ঝাণ্ডার জন্য একজন মহিলা কাঁদছে আঁকা হয়েছিল। এরপর শ্রীনগর পুলিশ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাঁদের গ্রেফতার করে।
শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জম্মু কাশ্মীর পুলিশ জানায়, তাঁদের উপর কড়া নজর রাখা হচ্ছে যারা উপত্যকায় অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে। এঁরা প্যালেস্তাইনের দুর্ভাগ্যজনক পরিস্থিতি ফায়দা নিয়ে উপত্যকার শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে।
J&K Police is keeping a very close watch on elements who are attempting to leverage the unfortunate situation in Palestine to disturb public peace and order in the Kashmir valley. We are a professional force and are sensitive to public anguish.
— Kashmir Zone Police (@KashmirPolice) May 15, 2021