নক্ষত্র পতন! করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বিখ্যাত সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে করোনার প্রকোপ কিছুটা কমলেও, বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। দৈনিক সংক্রমণের হার কিছুটা হ্রাস পেয়েছি ঠিকই, কিন্তু এই মারণ ভাইরাসে মৃত্যুর হার বেড়েছে আর এরফলে আরও উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যে এই মারণ ভাইরাস রাজ্য আর দেশে বিখ্যাত বিখ্যাত মানুষদের প্রাণ কেড়ে নিয়েছে। রাজনৈতিক নেতা থেকে শুরু করে, অভিনেতা, গায়ক, প্রাক্তন খেলোয়াড় এমনকি সাংবাদিক, জার্নালিস্টদেরও প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস।

কিছুদিন আগে জি নিউজের প্রাক্তন জার্নালিস্ট রোহিত সরদনা এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হন। এবার বাংলার একজন বিখ্যাত সাংবাদিক এই মারণ ভাইরাসের কারণে প্রাণ হারালেন। জি ২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায় করোনার আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। ওনার সতীর্থ তথা জি নিউজের সঞ্চালক সুধীর চৌধুরী এই শোক সংবাদ দেন।

সুধীর চৌধুরী টুইটারে একটি পোস্ট করে লেখেন, ‘আমার সতীর্থ অঞ্জন বন্দ্যোপাধ্যায় আজ করোনার যুদ্ধে হার মানলেন। বাংলায় নির্বাচন চলাকালীন তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ১৯ এপ্রিল তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎকার নিয়েছিলেন। আমি কখনও ভাবতে পারিনি ওনার সঙ্গে এটাই আমার শেষ ছবি হবে।”


Koushik Dutta

সম্পর্কিত খবর