বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের পূর্বে যেমন দলবদলের খেলা শুরু হয়েছিল, বর্তমানে সময়ে ভোট পরবর্তীতেও বাংলায় (west bengal) সেই ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়েছে। তবে এই পরিস্থিতিতে দলবদলুদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। তৃণমূল ছেড়ে অন্যদলে নাম লিখিয়ে, এখন নির্বাচনের পর আবারও সবুজ শিবিরে ফিরতে চাওয়া দলবদলুদের জন্য কড়া বার্তা দিলেন তিনি।
একুশের নির্বাচনে ডবল ইঞ্জিনের সরকার গড়ে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল বিজেপি। নির্বাচনের পূর্বে জোরদার প্রচার সেরেছিল। দিল্লী থেকে শীর্ষ স্থানীয় কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ- বাংলায় জনসভায় ঝড় তুলতে বাদ যাননি কেউই।
নির্বাচনের পূর্বে বাংলায় গেরুয়া শিবিরের প্রচারের ঝড়, মনোবল দেখে তৃণমূল ছেড়ে বহু হেভিওয়েট কর্মী সমর্থকরা নাম লিখিয়েছিলেন বিজেপি শিবিরে। এমনকি তৃণমূলে প্রার্থী ঘোষণা করার পরও, দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশিষ্ট নেতৃত্ব। কিন্তু ২ রা মে ফলপ্রকাশের পর পাশা উল্টে যায় বিজেপির। ২০০-র বেশি তো দুরস্তর, দুই অঙ্কের গণ্ডিও পেরোতে পারেনি বিজেপি।
এরপর থেকেই ভাঙ্গন শুরু হয় বিজেপিতে। নানা কারণ দেখিয়ে এখন বিজেপির ছত্রছায়া ত্যাগ করছেন দলবদলু নেতৃত্বরা। কাজ করার সুযোগ থেকে শুরু করে বর্তমান সময়ের নারদ মামলা, বিভিন্ন কারণ দেখিয়ে দিপেন্দু বিশ্বাস, সোনালি গুহ, সরলা মুর্মুর মত দলবদলুরা এখন বিজেপি ছেড়ে আবারও তৃণমূলে ফিরতে চাইছেন।
এপ্রসঙ্গে দলবদলুদের কড়া বার্তা দিয়ে সৌগত রায় বলেন, ‘ব্যক্তিগত ভাবে আমি ৬ মাস দেখব। আগামী ৬ মাস কাউকে ঢুকতে দেওয়া হবে না। অনেকেই আমাকে ফোন করে রাতারাতি ফিরে আসার কথা বলছে। তবে এতে দলীয় কর্মীদের মনোবল ভেঙে যাবে, তাঁরা আশাহত হয়ে পড়বে’।