বাংলাহান্ট ডেস্কঃ দল বিরোধী এবং সর্বোপরি শীর্ষ নেতৃত্বদের বিরুদ্ধে মন্ত্যব্যের জেরে এবার তন্ময় ভট্টাচার্যকে (tanmoy bhattacharya) সেন্সর করল সিপিএম (cpim)। নির্বাচনে ভরাডুবির পর এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে, দলের শীর্ষ নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ায় ৩ মাসের জন্য সেন্সর করা হল তন্ময় ভট্টাচার্যকে।
বিষয়টা হল- ২ রা মে ফল প্রকাশের পর দেখা যায়, বাংলায় একটিও আসন দখল করতে পারেনি বামেরা। স্বাধীনতার পর থেকেই এই প্রথমবার বামশূণ্য হয় বিধানসভা। এর পরবর্তীতে এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তন্ময় ভট্টাচার্যকে বলেন, ‘দলের যেসব নেতার উপর থেকে নির্দেশে দিয়েছেন, এবার হারের দায় তাদেরকেও নিতে হবে। দলের যেসব নেতারা বলেন- তাঁরা রাস্তায় থাকেন, ভোটের রাজনীতি করেন না- জনতা জনার্দন ফুটো বাটি ধরিয়ে দিয়েছে এবার তাঁদের হাতে। উলঙ্গ হয়ে গিয়েছে দলের সিস্টেম। পুরনো চিন্তাভাবনার বদল ঘটিয়ে দলে সংস্কারের প্রয়োজন’।
তন্ময় ভট্টাচার্যের থেকে এমন মন্ত্যব্য শুনে, একই সুরে সুর মেলান প্রবীণ নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ও। তিনি বলেন, ‘গোল গোল কথা না বলে, হারের দায় নিতে হবে শীর্ষ নেতৃত্বদেরই। বস্তুনিষ্ঠ অনুসন্ধানের প্রয়োজন’।
এমন সব উক্তি শোনার পর নির্বাচন পরবর্তীতে এদিন প্রথমবার ভার্চুয়াল বৈঠকে বসে কান্তি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করার পাশাপাশি তন্ময় ভট্টাচার্যকে ৩ মাসের জন্য সেন্সর করে বাম নেতৃত্বরা।
পাশাপাশি এদিন রাজ্য কমিটির বৈঠকে আব্বাস সিদ্দিকীর প্রসঙ্গে নিয়ে ঝড় ওঠে দলের অন্দরেই। রাজ্য নেতৃত্বদের একাধিক প্রশ্নবাণের সম্মুখীন হন সূর্যকান্ত মিশ্র। হঠাৎ করে কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) সঙ্গে দলের জোট করা হল? অন্তত এক ঘণ্টার জন্য হলেও রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করে কিছু স্থির করা যেত- এমন সব উক্তি উঠে আসে বৈঠকে।