বাংলা হান্ট ডেস্কঃ করোনা কালে একদিকে যেমন বাড়ছে সংক্রমণ তেমনি অন্যদিকে চিন্তার কারণ হয়ে উঠেছে ছাত্রছাত্রীদের পরীক্ষা। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাতিল করা হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। তবে সেক্ষেত্রে একাধিক গাইডলাইন জারি করেছে রাজ্য। হোম সেন্টারে পরীক্ষা, শুধুমাত্র অত্যাবশ্যকীয় বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা, অর্ধেক সময় এবং অর্ধেক নম্বর ইত্যাদি নানা পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। জানানো হয়েছে জুলাই মাসে সম্ভবত হতে পারে উচ্চমাধ্যমিক। অন্যদিকে আগস্টে নেওয়া হতে পারে মাধ্যমিক পরীক্ষা। কিন্তু রাজ্য পরীক্ষা বাতিল না করলেও পরীক্ষা বাতিলের পথেই হাঁটলো সিবিএসসি।
CBSE Board Class XII examinations cancelled pic.twitter.com/8qnwV14JH6
— ANI (@ANI) June 1, 2021
আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করবে সিবিএসসি। গত বছরের মতো এ বছরও ইন্টার্নাল নম্বরের ভিত্তিতেই ছাত্র-ছাত্রীদের নম্বর ঠিক করা হবে। অর্থাৎ আরো একবার ছাত্রীদের ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসার সিদ্ধান্ত বাতিল করল সিবিএসসি। প্রধানমন্ত্রী এদিন স্পষ্ট জানান, “আগে ছাত্র-ছাত্রীদের শারীরিক সুস্থতা। তার সঙ্গে কোনো আপস করা হবে না।”
তবে অনেক ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ইন্টারনাল নম্বর খারাপ হয়েছে। সে ক্ষেত্রে আলাদা করে গাইডলাইন জারি করার কথাও জানিয়েছে সিবিএসসি। তারা একথা জানিয়েছে যে, পরিস্থিতি স্বাভাবিক হলে অপেক্ষাকৃত কম নম্বর পাওয়া ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হতে পারে। তবে এখনই আলাদা করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। সোমবার উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল শিক্ষা মন্ত্রী রমেশ পোখলিয়ালের। কিন্তু কোভিডজনিত সমস্যার কারণে এদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই এই উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়।
প্রসঙ্গত উল্লেখ্য এর আগেই দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করেছিল সিবিএস সি। দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও একই রাস্তায় হাঁটল তারা। এর আগে দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করলেও প্রাথমিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। আজ কথা ছিল এ বিষয় দিনক্ষণ ঘোষিত হতে পারে। তবে আপাতত ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তা বাতিল করার সিদ্ধান্ত নিল সিবিএসসি।