দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের পর এবার মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল সিবিএসসি স্থগিত করেছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উপস্থিত থাকতে না পারলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাল অনুষ্ঠিত হয় এই বৈঠক। প্রধানমন্ত্রী স্পষ্টতই জানিয়েছেন, আগে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রাখতে হবে। তাদের স্বাস্থ্য এবং সুরক্ষাই প্রধান। সে কথা মাথায় রেখেই দশম শ্রেণীর পর এবার দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসসি। অন্যদিকে করোনা পরিস্থিতি চললেও মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলেই ছাত্র-ছাত্রী অভিভাবকদের আশ্বস্ত করেছিল রাজ্য সরকার। জানানো হয়েছিল আগে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জুলাই মাসে উচ্চ মাধ্যমিক শেষ হলে আগস্ট মাসে হতে পারে মাধ্যমিক।

exam students wikimedia

সেই সূত্র ধরেই আজ পরীক্ষার নির্ঘন্ট ঘোষণার জন্য সাংবাদিক বৈঠক করার কথা ছিল রাজ্যের। কিন্তু আজ দুপুর দুটো থেকে সাংবাদিক বৈঠক থাকলেও আপাতত তা পিছিয়ে দেওয়া হয়েছে। কবে দিন ঘোষণা হবে তাও এখনো জানানো হয়নি পর্ষদের পক্ষ থেকে। এমতাবস্থায় তাই ফের একবার অনিশ্চয়তার মেঘ তৈরি হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরেও করোনার কারণে বাতিল করা হয় উচ্চমাধ্যমিক। মাধ্যমিক অবশ্য আগেই সমাপ্ত হয়েছিল।

students

সূত্রের খবর অনুযায়ী, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এক বিশেষ কমিটি তৈরি করতে চলেছে রাজ্য সরকার। যদিও সরকারি তরফে দাবি করা হয়েছে, এই কমিটি নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। এই পরিস্থিতিতে এই দুই পরীক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রায় ২১ লক্ষ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ। তাই সবকিছু ভালোভাবে খতিয়ে না দেখে কোনো সিদ্ধান্তে আসতে চায়না রাজ্য সরকার। সেই কারণেই গঠন করা হয়েছে এই কমিটি। জানানো হয়েছে কমিটিতে থাকছেন, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রতিনিধি, চিকিৎসক, মনোবিদ ও শিশু অধিকার কমিশনের প্রতিনিধিরা।খবর অনুযায়ী, ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা করতে বলা হয়েছে এই কমিটিকে। এত ছাত্র-ছাত্রীর পরীক্ষা সুষ্ঠুভাবে কিভাবে নেওয়া সম্ভব, সে সম্পর্কে কমিটি রিপোর্ট দেওয়ার পরেই আগামী রণনীতি ঠিক করবে রাজ্য সরকার। আগামী দিনে ফলাফল কি হয় সেদিকেই তাকিয়ে থাকবে সকলের।

Abhirup Das

সম্পর্কিত খবর