বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই রায় পরিবারের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা উঠেছে। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় দিন কয়েক আগে ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট করে রাজ্য রাজনীতি তোলপাড় করে দিয়েছিলেন। আর এর মধ্যেই মুকু রায়ের করোনা আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে দেখতে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মুকুল রায়ের স্ত্রীকে অভিষেকের দেখতে যাওয়ার পর রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা ছড়িয়েছে।
যদিও, তৃণমূলের তরফ থেকে এই সাক্ষাৎকে সৌজন্য বলে আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু অভিষেকের এই ঝটিকা সফর নিয়ে ইতিমধ্যে জল্পনা ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হন বিজেপির বিধায়ক মুকুল রায়। এরপর ওনার স্ত্রীও করোনায় আক্রান্ত হন। মুকুল রায় বাড়িতেই আইসোলেশনে ছিলেন, আর এখন তিনি সুস্থ। তবে ওনার স্ত্রী এখনও চিকিৎসাধীন। বুধবার সন্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার স্ত্রীকে দেখার জন্য হাসপাতালে যান।
রাজ্যের নির্বাচন মেটার পর থেকেই রায় পরিবার এবং মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা উঠেছে। যদিও, মুকুল রায় একটি টুইট করে বলেছিলেন যে তিনি বিজেপিতেই আছে আর রাজ্যের অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে লড়াই জারি রাখবেন। কিন্তু ওনার ছেলে শুভ্রাংশুর একটি ফেসবুক পোস্ট রাজ্য রাজনীতি তোলপাড় করে দেয়।
শুভ্রাংশু ফেসবুকে একটি পোস্ট করে লিখেছিলেন, ‘বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা সরকারের সমালোচনার আগে আত্মসমালোচনা প্রয়োজন।’ এরপর থেকেই প্রশ্ন উঠতে থাকে যে, তাহলে রায় পরিবার আবার কি তৃণমূলের দিকে ঝুঁকছে? যদিও শুভ্রাংশুবাবু এই মুহূর্তে ওনার রাজনৈতিক অবস্থা নিয়ে কিছু বলতে চাননি। তিনি বলেছেন, এখন মা অসুস্থ আছে তাই কিছু বলব না। আর সেই অসুস্থ মাকে দেখতে গিয়ে জল্পনা উস্কে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।