বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার সকালে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন মুকুল রায়। এমনকি ওনার স্ত্রীও করোনায় আক্রান্ত হন। মুকুল রায় বাড়িতেই আইসোলেশনে ছিলেন, আর ওনার স্ত্রী কৃষ্ণা রায় কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভর্তি ছিলেন। মুকু রায় সুস্থ হলেও ওনার স্ত্রী এখনও চিকিৎসাধীন। কৃষ্ণা রায়ের শারীরিক পরিস্থিতি কেমন আছে তা জানতেই আজ সকালে মুকুল রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, বুধবার সন্ধেয় আচমকাই অ্যাপেলো হাসপাতালে যান তৃণমূলের যুব সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অসুস্থ কৃষ্ণা রায়ের শারীরিক পরিস্থিতির খবরাখবর নেন। এপর মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গেও কথা বলেন অভিষেক। তৃণমূল সাংসদ হঠাৎ মকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতিতে নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও তৃণমূলের তরফ থেকে এই সাক্ষাৎকে সৌজন্য বলেও আখ্যা দেওয়া হয়েছে।
আরেকদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যাওয়ার পর নড়েচড়ে বসে বঙ্গ বিজেপির নেতৃত্ববৃন্দ। অভিষেকের সফরের পরই বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান মুকুল রায়ের স্ত্রীকে দেখার জন্য। তবে রাজনৈতিক মহলে দিলীপের এই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন উঠতে থাকে। অনেকেই বলেন, এতদিন কেউ দেখতে যাননি, কিন্তু অভিষেক দেখতে যাওয়ার পরই দিলীপ ঘোষ দেখতে যান। গতকাল দিলীপ ঘোষ হাসপাতাল থেকে ফিরে আসার পর আজ সকালে মুকুল রায়কে ফোন করে খোঁজ খবর নেন স্বয়ং প্রধানমন্ত্রী।