বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে বেড়ে চলেছে কোভিড, একি অবস্থা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও। কড়া লকডাউনের ফলে সংক্রমণের মাত্রা কিছুটা কমলেও এখন একমাত্র উপায় হল ভ্যাকসিনেশন। কিন্তু পদ্ধতি বেশ জটিল। কো-উইন অ্যাপ ব্যবহার করে নাম রেজিস্টার করতে পারছেন না সকলে। বিশেষত অনেকেই স্মার্ট ফোন ব্যবহার করেন না। আর তাই বিষয়টায় ততখানি পরিচিত নন। অনেকের সামর্থ্য নেই স্মার্টফোন ব্যবহার করার। আর সেই কারণেই এবার নতুন উদ্যোগ শুরু করল কলকাতা পুরসভা। “ভ্যাক্সিনেশন অন হুইলস” প্রজেক্টের মাধ্যমে সকলের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল তারা। আজ পোস্তাবাজারে শুরু হয় এই কর্মসূচি। যার উদ্বোধন করেন পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম এবং মন্ত্রী শশী পাঁজা।
পোস্তা বাজারে প্রায় ২৫ হাজার লোকের আনাগোনা প্রতিদিন। সেখানকার মুটে, মজুর অনেক ব্যবসায়ী পক্ষেও সম্ভব নয় কো-উইন অ্যাপে গিয়ে নাম রেজিস্টার করা। সেই কারণেই এবার নতুন উদ্যোগ নিল কলকাতা পুরসভা। প্রথম দিনেই ভ্যাকসিন দেওয়া হয় মোট ৩০০ জনকে। সরকারি তরফে জানানো হয়েছে, প্রত্যেকেই পেয়েছেন কোভিশিল্ডের প্রথম ডোজ। এই সম্পর্কে ফিরহাদ হাকিম জানান, “যোগান কম থাকায় এখনো সকলকে টিকা দেওয়া যাচ্ছে না। তবে পর্যাপ্ত পরিমাণ টিকা পেলেই সকলকে বিনামূল্যে টিকা দেবে রাজ্য সরকার।”
পোস্তা বাজার থেকে এই কর্মসূচি শুরু হলেও আগামী দিনে তা গোটা কলকাতা শহরেই চালানো হবে বলেও জানিয়েছেন ফিরহাদ হাকিম। মূলত একটি শীততাপ নিয়ন্ত্রিত বাসের মধ্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে মানুষকে। ফিরহাদ জানান, এইবার আগামী দিনের বিভিন্ন অটোস্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড গুলিতে ঘুরবে। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেই টিকা করন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এখনও পর্যন্ত ১ কোটি ৪১ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে। এবার আরও বিস্তৃতভাবে ভ্যাকসিনেশনের কাজ চালাতেই এই উদ্যোগ নিল কলকাতা পুরসভা।