বড়সড় দুর্ঘটনার শিকার রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী

বাংলা হান্ট ডেস্কঃ বড়সড় দুর্ঘটনার শিকার হলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সোমবার মেমারি-সাতগাছিয়া রোডে মন্ত্রীর গাড়ির চাকা ফেটে যায়। এরপরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে গিয়ে ধাক্কা মারে। তবে গাড়ির গতি কম থাকায় এ যাত্রায় রক্ষা পেয়েছেন দুই গাড়ির চালক এবং খোদ মন্ত্রী।

মন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে শুনেই দৌড়ে আসে মেমারি থানার পুলিশ। এরপর মন্ত্রীকে সেখানে থেকে কাটোয়ায় নিজের বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। কাটোয়া মহকুমা হাসপাতালে মন্ত্রীর চিকিৎসা হয়। আপাতত তিনি বিপদ মুক্ত। আরেকদিকে, পিক ভ্যানের চালককে পাহাড়হাটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বিকেল ৪টে ১০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সিদ্দিকুল্লার গাড়ি এদিন মেমারি থেকে সাতগাছিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় সামনের টায়ার ফেটে এই বিপত্তি ঘটে। তবে গতি কম থাকায় এ যাত্রায় রক্ষা পেয়েছেন মন্ত্রী। সিদ্দিকুল্লা চৌধুরীর হাতে আঘাত লেগেছে। তিনি জানান, ‘মায়ের শরীর খারাপ, তাঁর চিকিৎসার জন্য বাড়ির দিকে যাচ্ছিলাম। সেই সময় গাড়ির সামনের চাকা ফেটে দুর্ঘটনা ঘটে।


Koushik Dutta

সম্পর্কিত খবর