ডিভোর্স বন্ধ করে সোজা ফুলশয‍্যার খাট! মিঠাইকে তবে ভালবেসেই ফেলল সিদ্ধার্থ

বাংলাহান্ট ডেস্ক: টানা কয়েক সপ্তাহ ধরে বাংলা সেরা ‘মিঠাই’ (mithai)। শুরু থেকেই বলে বলে ছক্কা হাঁকাচ্ছে এই সিরিয়াল। আর হবে নাই বা কেন! প্রথমত ময়রা বাড়ির কাহিনির মতো একটা অন‍্য রকম গল্প নিয়ে তৈরি এই সিরিয়াল। টম অ্যান্ড জেরির মতো হলেও সিড (siddharth) মিঠাই ওরফে আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডুরও রসায়ন ঈর্ষনীয়। রাগ, অভিমান, হাসি, মজা, সাসপেন্স সব মিলিয়ে মিঠাই তাই সিরিয়াল ও মিষ্টি প্রেমী বাঙালির মন জয় করতে সক্ষম হয়েছে।

গত কয়েক দিন ধরে মিঠাই সিডের ডিভোর্স পর্ব চলছিল সিরিয়ালে। এতদিন মিঠাইয়ের সঙ্গে থাকতে থাকতে কখন যে মিঠাইয়ের প্রতি অনুরক্ত হয়ে পড়েছে সিড তা সে নিজেই এখনো বুঝতে পারছে না। ডিভোর্স দেওয়ার ইচ্ছাও নেই কিন্তু নিজের ইমেজ নষ্ট করে মুখ ফুটে তা বলতেও নারাজ সে।

PicsArt 07 16 09.06.03 scaled
এদিকে দাদাইও নাছোড়বান্দা। নাতিকে দিয়েই এই ডিভোর্স রুখে দেওয়ার জন‍্য আরেক মোক্ষম চাল চালেন তিনি। আর তাতেই কিস্তিমাত। মিঠাইকে নিজের বন্ধু রুদ্রর সঙ্গে বিয়ে হয়ে যেতে দেখে নিজে এসে আশীর্বাদ আটকায় সিড। ফাঁস হয় তোর্সার জারিজুরিও। মোদক বাড়ির সদস‍্যদের আনন্দের কথা আর বলার অপেক্ষা রাখে না।

https://youtu.be/KPfisOfdiR0

মিঠাই অনুরাগীদের উত্তেজনা বাড়িয়ে ইতিমধ‍্যেই হাজির হয়েছে সিরিয়ালের নয়া প্রোমো যেখানে দেখানো হয়েছে মিঠাই সিডের ফুলশয‍্যা। হ‍্যাঁ, ঠিকই শুনেছেন। ডিভোর্স পেপারে সই করতে আগেই বেঁকে বসেছিল সিদ্ধার্থ। তাই নতুন করে বিয়েটা করাই যায়। প্রোমোতে দেখা যাচ্ছে মিঠাই সিডের সঙ্গে এক বিছানায় শুতে রাজি নয়। রেগে মেগে মিঠাইকে কোলে তুলে বিছানায় নিয়ে শোওয়ায় সিড। তাঁর বক্তব‍্য, ফুলশয‍্যা যখন তখন দুজনকেই খাটে শুতে হবে। আগেরবার তো ফুলশয‍্যা ভাগ‍্যে ছিল না মিঠাইয়ের। এবারে কি তবে সেই শুভক্ষণ এল? আশায় দর্শকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর