বাংলাহান্ট ডেস্ক: ট্রোলের হাত থেকে রেহাই মিলছে না সুদীপা চট্টোপাধ্যায়ের (sudipa chatterjee)। তাঁর নতুন উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই একপ্রস্থ ট্রোল হয়ে গিয়েছে। মার্জিত ভাবে তার যোগ্য জবাবও দিয়েছেন সুদীপা। কিন্তু তাতেও কিছু মানুষের শিক্ষা হয়নি। এবার সুদীপার স্বামী প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায়কে (agnidev chatterjee) জড়িয়ে কটাক্ষ করলেন জনৈক নেটনাগরিক।
সম্প্রতি ফেসবুকে সাহায্য চেয়ে একটি পোস্ট করেন সুদীপা। গয়না বড়ি বানাতে পটু এমন কোনো মেদিনীপুরবাসী শিল্পীর খোঁজ করছেন তিনি। সুদীপার পোস্টের কমেন্ট বক্সে অনেকেই সাহায্য করতে চেয়ে ইচ্ছাপ্রকাশ করেছেন। সাধ্যমতো উত্তরও দিয়েছেন সুদীপা। এরই মধ্যে এক ব্যক্তির একটি আক্রমণাত্মক কমেন্ট চোখ টেনেছে নেটিজেনদের।
সুদীপার স্বামী অগ্নিদেবকে কটাক্ষ করে ওই ব্যক্তি লিখেছেন, ‘আপনার স্বামীকে বলুন গরীব লোকের টাকা মেরে যেন ফুর্তি না করে। লজ্জা লাগা দরকার ওনার’। তাঁর দাবি অগ্নিদেব তাঁকে ফেসবুকে ব্লক করে দিয়েছেন তাই তিনি এখানে কমেন্ট করতে বাধ্য হয়েছেন। ওই ব্যক্তি আরো দাবি করেছেন তাঁর কাছে সমস্ত প্রমাণ রয়েছে। যদি তিনি মিথ্যে বলেন তাহলে শাস্তি মাথা পেতে নেবেন। ওই ব্যক্তির কমেন্টের কোনো উত্তরই দেননি সুদীপা। তবে বিষয়টার মধ্যে রহস্যের উপাদান পেয়েছে নেটিজেনরা।
অতি সম্প্রতি এক নতুন উদ্যোগ নিয়েছেন সুদীপা। ‘ব্র্যান্ড সুদীপা চট্টোপাধ্যায়’ শুরু করতে চলেছেন তিনি। বেনারস থেকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করে এই সুখবর দিয়েছেন তিনি। কী এই ব্র্যান্ড সুদীপা চট্টোপাধ্যায়? এটি একটি এমন স্টোর যেখানে একই ছাদের তলায় হরেক কিসিমের হ্যান্ডলুমের জিনিস পাওয়া যাবে। শাড়ি, গয়না থেকে শুরু করে ঘি, আচার পর্যন্ত সব।
আপাতত বেনারসী, টাঙ্গাইল, ঢাকাই শাড়ি দিয়ে শুরু করছেন সুদীপা। ধীরে ধীরে বাড়বে কালেকশন। সে জন্যই বেনারসে নিজস্ব তাঁতিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। অনুষ্কা শর্মার রিসেপশনের শাড়ি বিক্রি করার জন্য পোস্ট দিয়েছিলেন সুদীপা। তার জন্যও ট্রোলের মুখে পড়তে হয়েছিল তাঁকে।