নিশীথ প্রামাণিক বাংলাদেশি? কেন্দ্রীয় মন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন বিরোধীদের

 বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির তরুণ সাংসদ তথা নয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) নাগরিকত্ব নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। অসম থেকে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রিপুন বোরা নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। ওনার সুরে সুর মিলিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষও এই নিয়ে তদন্তের দাবি করেছেন।

রিপুন বোরা দাবি করেছেন যে, কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক আদতে বাংলাদেশের গাইবান্ধার বাসিন্দা। তিনি পশ্চিমবঙ্গে এসেছিলেন কম্পিউটার শিখতে। সেখান থেকেই তিনি রাজনীতিতে নামেন আর তৃণমূলে যোগ দেন। এরপর তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন আর ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন।

রিপুন বোরা দাবি করেছেন যে, নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে ওনার জন্মভিটায় উৎসব পালিত হয়। ওনার বড় ভাই সেখানেই থাকেন। রিপুনবাবু বলেন, একজন বিদেশী মানুষকে কীভাবে দেশের মন্ত্রী বানানো হল? তিনি এই বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন।

উল্লেখ্য, নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর থেকে ওনাকে নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। কখনও ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, আবার কখনও ওনার নাগরিকত্ব নিয়ে। কদিন আগেই দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছবি পোস্ট করে লিখেছিলেন যে, নিশীথ প্রামাণিক এই বিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছেন।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায় বিজেপির এই তরুণ সাংসদ যে চরম চাপে রয়েছেন, সেটা বলাই বাহুল্য।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর