‘খেলা হবে”কে জাতীয় স্লোগান বানাবে দেবাংশু, হাওয়াই চটিকে দিল্লী পৌঁছে দিতে বাঁধছে হিন্দি গান

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিবারের মতোই একুুুশের বিধানসভা নির্বাচনেও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছিল স্লোগান। আর এদিক দিয়ে তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্যের জনপ্রিয়তার কথা নতুন বলার আর অপেক্ষা রাখে না। তাঁর তৈরি ‘খেলা হবে’ স্লোগানের দাপটে বাংলা জয়ের স্বপ্নকে অধরা রেখেই ভোটের ময়দানে কার্যত মুখ থুবড়ে পড়েছিল গেরুয়া শিবির। সেই ভোট পর্ব মিটতেই, দেশের অনান্য বিরোধী দলগুলির মতোই তৃণমূলের লক্ষ্য এবার ২০২৪ এর নির্ববাচন।

উল্লেখ্য একুশের ভোটের আগেই এই যুবনেতার দাবি ছিল , এই ‘খেলা হবে’ স্লোগান রাজ্যের গন্ডী ছাড়িয়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্লোগান হয়ে উঠবে। এবার নিজের সেই ভবিষ্যদ্বাণীকেই বাস্তব রূপ দিতে চলেছেন দেবাংশু। তাই এবার ‘খেলা হবে’র হিন্দি সংস্করণ ‘খেল হোঙ্গে’র সুর বাঁধার কাজে প্রথম পদক্ষেপ নিলেন তিনি।

এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে দেবাংশু জানিয়েছেন, ”খেলা এখনও অব্যাহত। লক্ষ্য এখন ২৪। ৭৭টা ঘুঁটিকে করতে হবে ফাঁকা। খেলা হবে পুরোদমে টক্করে টক্করে।” তাই বাংলার পর এবার হিন্দি ভার্সনে “খেল হোঙ্গে” গান বাঁধবেন দেবাংশু। আর এই গানের কথা লেখার জন্য তিনি প্রকাশ্যে সহযোগিতা চেয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শক্তিপ্রকাশ সিংয়ের।

তৃণমূলের এই যুব নেতা স্বপ্ন দেখেন লালকেল্লার সিঁড়ি দিয়ে কোন বুটজুতো পরা ব্যক্তি নয় বরং হাওয়াই চটি পরিহিতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠছেন জাতীয় পতাকা উত্তোলন করতে । তাই বাংলায় মনসদ রক্ষা করার পর দেবাংশুর আহ্বান “এবার গুজরাটি ভাইয়েদের ডেরায় গিয়ে ভীষণরকম খেলা হবে”।

ইতিমধ্যেই রাজ্য ছাড়িয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে তৃণমূলের “খেলা হবে ” স্লোগান। যার জলজ্যান্ত উদাহরণ হিসাবে রয়েছে ত্রিপুরায় তৃণমূলের “খেলা হবে”, থেকে যোগী রাজ্য উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির আঞ্চলিক ভাষার অনুকরণে তৈরি “খেলা হই” স্লোগান।

২০২৪ নির্বাচনের আগেই বাংলায় বিজেপি কে ধারাশায়ী করেছে তৃণমূল। যার পর থেকে দেশের মধ্যে মোদী বিরোধী অন্যতম মুখ হয়ে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলার সাফল্য থেকেই অনুপ্রাণিত হয়েছে অনান্য রাজ্য। তাই বাংলার পর ত্রিপুরায় ‘খেলা হবে’ অভিযান শুরু করেছে তৃণমূল। সামনেই উত্তরপ্রদেশে ২০২২ এর নির্বাচন। তাই তৃণমূলের পথে হেঁটেই যোগী রাজ্য উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগানকে হাতিয়ার করেছেন। ‘খেলা হবে’র অনুকরণে আঞ্চলিক ভাষায় ‘খেলা হই’ নামে গান লেখা হয়েছে সেখানে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী ক্ষেত্র বারাণসীর রাস্তা ঘাটেও সম্প্রতি নজর কেড়েছে ভোজপুরী ভাষার দেওয়াল লিখন, “২০২২-এ খেলা হবে”।

ad

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর