বাংলাহান্ট ডেস্ক: মাত্র কিছুদিন আগেই দশ মাসে পা দিয়েছে অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পালের (ankita majumder paul) ছোট্ট মেয়ে আরুণ্যা। সবে সবে আধো গলায় ‘মা’ ডাকতে শিখছে একরত্তি। মা হওয়ার আনন্দটা যেন এখন পুরোপুরি উপভোগ করতে পারছেন অঙ্কিতা। মেয়ে একটু বড় না হওয়া পর্যন্ত তাকে ছেড়ে কাজে ফেরার প্রশ্ন নেই। তাই এই সময়টা পরিবারের সঙ্গে দারুন ভাবে কাটাচ্ছেন অঙ্কিতা।
অতি সম্প্রতি রবিবার ছুটির দিনে স্বামী সৌমিত্র পাল, মা, বাবা ও ছোট্ট আরুণ্যাকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলেন অঙ্কিতা। করোনা আবহে মেয়েকে নিয়ে ঘুরতে যাওয়া এখন সম্ভব নয়। তাই বাড়ির কাছাকাছিই ঘুরে হাওয়া খেয়ে এলেন অঙ্কিতা। এতদিন পর ঘুরতে বেরিয়ে ছোট্ট আরুণ্যাও খুব খুশি। মুখে হাসি ধরছে না আর তার।
এদিনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কিতা। সাদা প্রিন্টের একটি ড্রেস পরেছিলেন তিনি। নীল জামা ও চুলে নীল ক্লিপ লাগিয়ে সেজেছিল আরুণ্যা। মা বাবা দুজনের কোলে চড়েই হাসিমুখে পোজ দিয়েছে সে। অঙ্কিতার পোস্টে উপচে পড়েছে অনুরাগীদের কমেন্ট। অনেকেই কমেন্ট করে লিখেছেন, আরুণ্যাকে এক্কেবারে তার বাবার মতোই দেখতে হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ এর জানুয়ারিতে সৌমিত্র পালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। ২০২০র সেপ্টেম্বরেই তাঁর কোল আলো করে আসে ছোট্ট আরুণ্যা। গুয়াহাটিতে এক নার্সিংহোমে সন্তানের জন্ম দেন তিনি। লকডাউনের আগেই গিয়েছিলেন শ্বশুরবাড়িতে। লকডাউন শুরু হতে আটকে পড়েছিলেন ওখানেই। তবে অত্যন্ত সাবধানতার সঙ্গেই সন্তানের জন্ম দিয়েছেন অঙ্কিতা।