বাংলাহান্ট ডেস্কঃ জল্পনা সত্যি করে এবার কর্ণাটকের (Karnataka) মসনদ থেকে সরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা (bs yediyurappa)। বেশ কিছু দিন ধরেই তাঁর ইস্তফা নিয়ে জল্পনা চলার মাঝে, এবার সেই আশঙ্কা সত্যি হতে চলেছে। বৃহস্পতিবার তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, দলের নির্দেশ মেনেই তিনি চলবেন।
দলের অন্দরে বেশকিছু দিন ধরেই ক্ষোভের জন্ম নিয়েছিল মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে নিয়ে। দলের মধ্যে তাঁকে নিয়ে অসন্তোষ তৈরি হওয়ার কারণে, পদ ছাড়ার জল্পনাও উঠেছিল। তবে গত শুক্রবারই চাটার্ড ফ্লাইটে দিল্লী গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে দেখা করেন।
তবে প্রথম দিকে জল্পনার বিরুদ্ধে সুর চড়ালেও, এবার সেই জল্পনাই সত্যি হতে চলেছে। বৃহস্পতিবারই সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের সরকারের দুবছর পূর্ণ হচ্ছে ২৬ শে জুলাই। দুমাস আগেই আমি বলেছিলাম, অন্য কাউকে আমার জায়গা দিয়ে দিতেই পারি। তবে আমি দায়িত্বে না থাকলেও, বিজেপিকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সবকিছু করব। আমাকে সহযোগিতা করার জন্য দলের সকলকে ধন্যবাদ জানাই। সর্বোপরি জেপি নাড্ডা যে সিদ্ধান্ত নেবেন, তা আমি মাথা পেতে নেব’।
তিনি এদিন আরও বলেন, ‘নির্দেশ এলেই আমি পদ ছেড়ে দেব। পদ ছেড়ে দিলেও, দলের হয়ে কাজ করে যাব। তবে আপনারা যতদিন চাইবেন, আমি ততদিনই মুখ্যমন্ত্রী থাকব। যদি আপনার না চান, তাহলে আমি আমার দায়িত্ব ছেড়ে দিয়ে রাজ্যের জন্য কাজ করব। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আমার কর্তব্যে অবিচল থাকব’।