সরকার ভাঙার ষড়যন্ত্র করায় গ্রেফতার তিন, উদ্ধার বিপুল অর্থ! অভিযোগের তির বিজেপির দিকে

বাংলাহান্ট ডেস্কঃ একটি বড় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে ঝাড়খণ্ডের (jharkhand) রাজনীতিতে। শনিবার রাঁচির একটি হোটেল থেকে বিপুল পরিমাণ নগদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ উঠেছে, এই তিন ব্যক্তি রাজ্য সরকারের বিরুদ্ধে কাজ করে সরকারের পতনের ব্যবস্থা করছিলেন।

এই ঘটনায় বিজেপির (bjp) বিরুদ্ধে অভিযোগ করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (Jharkhand Mukti Morcha)। তাঁদের দাবী বিজেপি চক্রান্ত করে ঝাড়খণ্ড সরকারকে নিচু দেখানোর কাজ করছে। সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি শিবির।

2019 12img23 Dec 2019 PTI12 23 2019 000159B scaled e1577185825397 696x392 1

জানা গিয়েছে, অভিষেক দুবে, অমিত সিং এবং নিবারণ প্রসাদ মাহাতো নামে তিন জনকে রাঁচির একটি হোটেল থেকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন সরকারী কর্মচারী এবং একজন মদ ব্যবসায়ী। এই তিনজনের কাছ থেকেই বিপুল পরিমাণে নগদ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আইপিসি 419, 420, 124 (A), 120B, 34 এবং পিআর আইনের ধারা 171-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনা সামনে আসার পর থেকেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সুপ্রিয়ো ভট্টাচার্য বিজেপিকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, বিজেপি তাঁদের বিরুদ্ধে এই চক্রান্ত করেছে।

তিনি বলেন, ‘সরকার ভেঙে দেওয়ার জন্য এই চক্তান্ত করেছে বিজেপি। কর্ণাটক এবং মধ্যপ্রদেশের পদ্ধতি এখানে প্রয়োগ করে চায় বিজেপি। তবে আমরা এটা পরিষ্কার ভাবে জানতে চাই যে, বিজেপি এখানে আর এধরনের কিছু করবে না’। তবে বিজেপির দিকে অভিযোগ উঠলেও, এখনও অবধি এই বিষয়ে কোন প্রতিক্রিয়া দেয়নি বিজেপির কোন নেতৃত্ব।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর