বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের অকালমৃত্যুতে শনি নেমে এসেছিল প্রেমিকা রিয়া চক্রবর্তীর (rhea chakraborty) জীবনে। তাঁকেই সুশান্তের ‘খুনি’ বলে এক রকম দেগে দেওয়া হয়েছিল। রিয়ার গ্রেফতারির আগে তাঁকে ঘিরে ধরা ক্যামেরার ঝলকানি দেখে শিউরে উঠেছিলেন অনেকেই। এমনকি রিয়াকে জড়িয়ে বাঙালি মেয়েদেরও ‘ডাইনি’, ‘গোল্ডডিগার’এর মতো তকমা দেওয়া হয়েছিল।
কেটে গিয়েছে এক বছর। কয়েক মাস জেল খেটে ছাড়া পেয়েছেন রিয়াও। না পাওয়া গিয়েছে তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ, না হয়েছে সুশান্ত মৃত্যু রহস্যের কোনো কিনারা। ধীরে ধীরে ছন্দে ফিরছেন রিয়া। রাস্তাঘাটে আরো বেশি করে দেখা যাচ্ছে তাঁকে। ইন্ডাস্ট্রির সতীর্থদের পার্টি অনুষ্ঠানেও চোখে পড়ছে রিয়ার উপস্থিতি।
এই এক বছরে মুষ্টিমেয় যে কজনকে পাশে পেয়েছিলেন অভিনেত্রী তাদের মধ্যে পরিচালক রুমি জাফরি একজন। সদ্য পরিচালকের মেয়ের মেহেন্দি অনুষ্ঠানে দেখা মিলেছে রিয়ার। প্রথম থেকেই তাঁর বিশ্বাস ছিল অভিনেত্রী সঠিক বিচার ঠিক পাবেন। তবে সম্প্রতি ‘চেহরে’ পরিচালক রুমি সংবাদ মাধ্যমকে বলেন, ছবিটি যদি গত বছরে মুক্তি পেত তবে আমার ভয় ছিল রিয়ার ব্যক্তিগত জীবনের বিতর্কের প্রভাব ছবিটির উপর পড়ত।
রুমির কথায়, “গত বছর রিয়া ‘ডাইনি’, ‘গোল্ডডিগার’ আর কত কিছুই না ছিল। আর এ বছর সে সবথেকে কাঙ্খিত নারী। এর থেকেই বোঝা যায় মানুষের দৃষ্টিভঙ্গি কতটা বদলেছে। তাই আমার মনে হয় না গত বছরের জন্য এ বছর ছবিতে কোনো প্রভাব পড়বে।”
এর আগেও রুমিকে রিয়ার প্রশংসা করতে শোনা গিয়েছিল। তাঁর মতে, রিয়া খুবই ভাল একজন মানুষ, তাঁর পরিবারও ভাল। চেহরে দেখলে রিয়ার অভিনয় দক্ষতার পরিচয় পাওয়া যাবে। ছবিতে রিয়া ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, ধৃতিমান চ্যাটার্জি, অনু কাপুর, ক্রিস্টাল ডিসুজা।