বাংলা হান্ট ডেস্কঃ খাস কলকাতায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। বাঁশদ্রোণীর এক যুবককে ধর্ষণের অভিযোগ উঠল তাঁরই কোম্পানির মালিকের বিরুদ্ধে। নির্যাতিতর তরফ থেকে পুলিশে অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত মালিক শুভজিৎ সরকারকে গ্রেফতার করা হয়েছে।
নির্যাতিত যুবক অভিযোগে জানিয়েছেন, ২০২০ থেকে অভিযুক্ত শুভজিৎ-র সংস্থায় কাজ করত সে। দু’মাস ধরে সে বারবার কাজ ছাড়ার কথা বলেছে, কিন্তু মালিক তাঁকে ছাড়তে রাজি নয়। রাতে নির্যাতিতকে বাড়িতে যেতে দিত না মালিক শুভজিৎ। তাঁকে মানসিক ভাবে হুমকিও দেওয়া হত। মদ খাইয়ে রাতে নির্যাতন করার অভিযোগ উঠেছে সংস্থার মালিকের বিরুদ্ধে।
এই ঘটনার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছেন বছর ২৬-র নির্যাতিত যুবক। তিনি জানিয়েছেন যে, শুক্রবার রাতে তাঁর মেডিক্যাল করানো হয়েছে। আর এরপর শনিবার সকালে বাঁশদ্রোণী থানায় মালিকের বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন তিনি।
নির্যাতিত জানান, পুলিশ তাঁকে সোমবার থানায় যেতে বলেছে, কিন্তু তাঁকে কোনও এফআইআর কপি দেওয়া হয়নি। নির্যাতিত জানিয়েছে যে, পুলিশের তরফ থেকে অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করে তাঁকে গ্রেফতার করা হয়েছে।