বাংলাহান্ট ডেস্ক: সেই ২০০৮ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘চিরদিনই তুমি যে আমার’ এর হাত ধরে টলিউডে (tollywood) পা রেখেছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী (rahul banerjee)। বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার (priyanka sarkar)। দুজনেই নবাগতা। অথচ প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন দুজন। রাহুল প্রিয়াঙ্কার জুটিও হয়ে ওঠে দর্শকদের অত্যন্ত প্রিয়।
উত্তেজনা আরো বাড়ে যখন দু বছর পর প্রথম ছবির নায়িকাকেই বিয়ে করে নেন রাহুল। তাঁদের জীবনে আসে সহজ। কিন্তু দুজনের জীবনটা সহজ হওয়ার বদলে আরো জটিল হয়ে ওঠে। একে অপরকে দোষ, অভিযোগের মাঝে নষ্ট হয়ে যায় দাম্পত্য জীবন। সে সব কথা সকলেরই জানা। এখনো আইনি বিচ্ছেদ হয়নি রাহুল প্রিয়াঙ্কার। তাই অনুরাগীরাও এখনো আশায় বুক বেঁধে রয়েছেন হয়তো বা মন বদলালেও বদলাতে পারে দুজনের।
কিন্তু বারে বারেই অনুরাগীদের সমস্ত আশা তছনছ করে রাহুল প্রিয়াঙ্কা দুজনেই জানান তাঁরা আর একসঙ্গে ফিরবেন না। বরং যে আইনি বিচ্ছেদটা এখনো বাকি রয়ে গিয়েছে সেটাই সম্পূর্ণ দিকে মন দেবেন বলে জানিয়েছেন অভিনেতা। তাঁর মতে, প্রিয়াঙ্কা যদি তাঁকে ভুলে নতুন কোনো সম্পর্কে জড়িয়ে বিয়ের পিঁড়িতে বসে, সেই বিয়েতে পৌরোহিত্য করতে রাজি রাহুল।
অনেকদিন ধরেই সন্দীপ্তার সঙ্গে তাঁর বিশেষ সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। দুজনকে একই সঙ্গে একাধিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে। কিন্তু এর আগে কখনোই এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি দুজনের কেউই। তবে এদিন রাহুল স্পষ্ট জানান, সন্দীপ্তার সঙ্গে তাঁর বন্ধুত্ব আরো গভীর হয়েছে। বিপদে পড়লে সর্বপ্রথম সন্দীপ্তার কথাই মাথায় আসবে তাঁর।
আসলে দুজনের বাড়ি খুব কাছাকাছি। তাই কোনো অনুষ্ঠানে যাওয়ার হলে একই গাড়িতে যান তাঁরা,তেল বাঁচানোর জন্য। তবে রাহুলের দাবি, প্রিয়াঙ্কার পর আর কারোর প্রেমেই পড়েননি তিনি। এখনো সিঙ্গল রয়েছেন। তবে সন্দীপ্তার মতো বন্ধু থাকলে আর কারোর প্রেমে পড়ার দরকার নেই বলেই মনে করেন রাহুল।
অভিনেতা বলেন, প্রিয়াঙ্কার সঙ্গে এখনো ভাল বন্ধুত্ব রয়েছে তাঁর। প্রতি রবিবার সহজকে নিয়ে তাঁর বাড়িতে আসেন প্রিয়াঙ্কা। দুজনের তিক্ততার মধ্যে ছেলে সহজকে ঢোকাতে চান না তাঁরা। শুধুমাত্র আরো অনেকের মতে সমাজের চোখে সুখী সংসারের নাটক করতে পারতেন না বলেই আজ তারা ভিন্ন।