গণেশ পুজোর সময় মেনে চলুন এই বিশেষ নিয়ম, জীবনে পাবেন দেবের আশীর্বাদ

বাংলাহান্ট ডেস্কঃ বার হিসাবে বুধবার হল সিদ্ধিদাতা গণেশের (ganesha) বার। অনেকেই আছেন অত্যন্ত ভক্তি সহকারে দেবতা গণেশের পুজো করে থাকেন। থালা ভর্তি লড্ডু মোদকও রাখেন প্রসাদ হিসাবে দেবতার সামনে। আবার অনেকে দোকানেও রাখনে ভগবান গণেশের মূর্তি। এতে দোকানে শ্রীবৃদ্ধি হয়। তবে হয়ত অনেকেই জানেন না মোদক এবং লাড্ডু ছাড়াও দেবতা গণেশের আরও একটি পছন্দের জিনিস রয়েছে।

ganesha 1

মহাদেব শিব এবং মাতা পার্বতীর পুত্র হলেন দেবতা গণেশ। সকল দেবতার আশির্বাদ তাঁর কাছে আছে। তাই যেকোন পুজোর আগে গণেশের পুজো করা হয়। তবে পুজো সিদ্ধিলাভ করে। দেবতা গণেশের পুজোর মন্ত্র হল- ওঁ শ্রী গণেশায় নমঃ’ বা ‘ওঁ গাং গণেশায় নমঃ ওঁ শ্রী গণেশায় নমঃ’ বা ‘ওঁ গাং গণেশায় নমঃ।

ganesha 1 1

দেবতা গণেশের অপর একটি পছন্দের জিনিস হল সিঁদুর। হনুমানজির মত ভগবান গণেশকেও সিঁদুর পরালে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। প্রতি বুধবার পারলে স্নানের পর হলুদ কাপড় পড়ে গণেশকে সিঁদুর পরালে, মনে করা হয় জীবন থেকে অনেক সমস্যা দূর হয়ে যায়। সেইসঙ্গে পাঠ করতে হবে এক বিশেষ মন্ত্র- ‘সিঁদুর শোভতে রক্ত সৌভাগ্যং সুখবর্ধনম। শুভরং কামদং চৈব সিঁদুর প্রতিগৃহ্যতাম।’

ganesha 2

দেবতা গণেশের পুজোয় বেশি আড়ম্বরের প্রয়োজন হয় না। ভক্তিভরে দেবতাকে ডাকলেই তিনি সন্তুষ্ট হন। পারলে ফাল্গুন মাসে গণেশ দেবতাকে সিঁদুর পরালে ভালো হয়। তবে আপনি একাগ্রচিত্তে যে কোন দিনই পরাতে পারেন। তাহলে সমস্ত দুঃখ, দুর্দশা, বাঁধা বিঘ্ন আপনার জীবন থেকে অনেক দূরে সরে যাবে।


Smita Hari

সম্পর্কিত খবর