বাংলাহান্ট ডেস্ক: বুধবার একটি খবরে নেটদুনিয়ায় তুঙ্গে উঠেছিল উত্তেজনা। বাগদান করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ (katrina kaif) ও ভিকি কৌশল (vicky kaushal)। ট্র্যাডিশনাল পোশাকে দুজনের পাশাপাশি দাঁড়ানো একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এমনি খবর ছড়িয়ে পড়ে বিনোদুনিয়া তথা নেটমহলে। গত দু বছর ধরেই শোনা যাচ্ছিল ডেট করছেন দুজনে। আচমকা এই খবরে জুটিকে শুভেচ্ছা জানাতে শুরু করে দেন অনুরাগীরা।
তবে জানিয়ে দিই, এ খবর আদৌ সত্য নয়। কোনো বাগদানই হয়নি ভিকি ক্যাটরিনার। যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি আসলে একটি পুরনো ছবি। কোনো এক বছরে দিওয়ালির দিন একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন দুই তারকা। সেই ছবিই নতুন করে ভাইরাল হয়েছে। গুঞ্জন ছড়াতেই অভিনেত্রীর মুখপাত্র জানান, বাগদান হয়নি ভিকি ক্যাটরিনার। বরং অভিনেত্রী এখন সলমন খানের সঙ্গে ‘টাইগার থ্রি’র শুটিংয়ের জন্য তৈরি হচ্ছেন। খুব শীঘ্রই শুটিংয়ে যোগ দেবেন তিনি।
২০১৯ এ আচমকাই লাইমলাইটে উঠে এসেছিলেন।ভিকি ও ক্যাটরিনা। মুম্বইয়ের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গিয়েছিল দুজনকে। তুমুল ভাইরাল হয়েছিল ছবিটি। তারও আগে ২০১৮ তে কফি উইথ করন শো তে এসে ক্যাটরিনা দাবি করেছিলেন, ভিকি কৌশলের সঙ্গে অনস্ক্রিনে তাঁর জুটি বেশ ভাল লাগবে। অভিনেত্রীর এই মন্তব্য শুনে বাস্তবিকই ভিকির উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এক অ্যাওয়ার্ড শো তেও প্রকাশ্য মঞ্চে ক্যাটরিনাকে প্রেম নিবেদন করতে দেখা গিয়েছিল ভিকিকে।
এর পর থেকেই দুজনের সম্পর্কের জড়ানোর গুঞ্জন প্রকাশ্যে আসে। এমনকি চলতি বছরের শুরুতে ভিকির করোনা ধরা পড়ার পরের দিনই ক্যাটরিনা জানিয়েছিলেন তিনিও করোনা আক্রান্ত। একাধিক বার দুজনের একসঙ্গে থাকার প্রমাণ মিলেছে। সম্প্রতি হর্ষবর্ধন কাপুর এক সংবাদ মাধ্যমে স্বীকার করেছিলেন যে ভিকি ক্যাটরিনা ডেট করছেন একে অপরকে। ‘শেরশাহ’ এর সাফল্যের পার্টিতেও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন ভিকি ক্যাটরিনা।