বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরায় (tripura) ফের তৃণমূলের (tmc) কর্মসূচীতে বাঁধা। হামলায় যখম শুভঙ্কর দেবকে আগামীকাল সকালের বিমানে কলকাতায় (kolkata) আনা হবে চিকিৎসার জন্য। আগরতলা জিবি হাসপাতালে বর্তমানে শুভঙ্করের চিকিৎসা চললেও, আঘাত বেশি থাকার কারণে তাঁকে কলকাতায় আনার সিদ্ধান্ত নেয় তৃণমূল।
অভিযোগ উঠেছে, বাঁধারঘাটে তৃণমূলের যোগদান পর্বকে ঘিরে মইদুল ইসলামের বাড়িতে হামলা চালায় বিজেপি শিবির। তাঁর বাড়িতে হামলা করে সেখানে থাকা চেয়ার টেবিল ভাংচুরের অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। সেইসঙ্গে গোটা বাড়ি লণ্ডভন্ড করে দেওয়ার পাশাপাশি মইদুল ইসলামের হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
জানা গিয়েছে, সেই সময় মারের হাত থেকে মইদুল ইসলামকে বাঁচাতে গিয়েই সাংঘাতিক ভাবে আহত হন শুভঙ্কর দেব। খবর পেয়ে আগরতলার মিছিল শেষ করেই কুণাল ঘোষ ও শান্তনু সেনরা ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতিতে আহতদের উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হলেও, শুভঙ্করের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ জানান, ‘বাঁধারঘাটে যাওয়ার সময়ও পুলিশ আমাদের বাঁধা দিচ্ছে। এখানে যারা আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে, মারধর করছে, অত্যাচার করছে, তাদের কিছুই বলছে না পুলিশ। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে, উল্টে আমাদেরকেই বাঁধা দেওয়া হচ্ছে’। এই একই অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেনও।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক জানান, ‘কাউকে ছাড়ছে না ওরা। বাড়ির মহিলাদের উপরও আক্রমণ করছে, মারধর করছে’।