ব্যস্ত লাইনে আচমকাই বিকল হল ট্রেন, ধাক্কা দিয়ে সরানোর কাজে লাগল শ্রমিকরা! ভিডিও ভাইরাল

বাংলাহান্ট ডেস্কঃ রাস্তায় চলার পথে অনেক সময়ই গাড়ি খারাপ হতে দেখা যায়। আর সেই গাড়ি ঠেলে এগিয়ে নিয়ে যেতেও দেখা যায়। তবে কখনও কি দেখেছেন, বিকল হয়ে যাওয়া ট্রেন (tarin) ঠেলে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? শুনতে অবাক লাগলেও, বাস্তবে এমনই একটি ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে (madhya pradesh)।

দেখা গিয়েছে, লাইনে আটকে পড়া ট্রেনকে লাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, দ্বিতীয় ইঞ্জিনের জন্য অপেক্ষা না করে শ্রমিকদের ডেকেই তা ঠেলে নিয়ে যাওয়া হল। এই ঘটনাটি ঘটেছে মুম্বাই-হাওড়া রেলপথের টিমার্নি রেলওয়ে স্টেশনে। লাইন ব্যস্ত থাকার জন্যই, দ্বিতীয় ইঞ্জিনের জন্য অপেক্ষা না করে শ্রমিকদের দিয়েই ট্রেন ঠেলে লাইন থেকে সরানো হয়।

vcccbcbcb

বিষয়টা হল, টিমার্নি রেলওয়ে স্টেশনের আপ ট্র্যাকে একটি প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। যার কারণে, পরিদর্শন ট্রেনটি মূল লাইনেই আটকে যায়। আর যার জন্য ব্যস্ত লাইনে জ্যাম তৈরি হয়। এই লাইন দিয়েই মুম্বাই থেকে হাওড়া পর্যন্ত ট্রেন চলাচল করে। কিন্তু এই ঘটনার ফলে সেই ব্যস্ত রাস্তা কিছু সময়ের জন্য আটকে যায়। ব্যাহত হয় ট্রেন চলাচল।

এই পরিস্থিতিতে অন্য একটি বিকল্প ইঞ্জিন এসে ওই ট্রেনটিকে সরিয়ে নিয়ে যেতেই পারত, কিন্তু তাতে অনেকটাই সময় লেগে যেত। সেই কারণে রেল কর্তারা বেশ কয়েকজন শ্রমিককে ডেকে আনেন। আর সময় নষ্ট না করে, সেই শ্রমিকরা ঠেলে লাইন থেকে সরিয়ে নিয়ে যায় সেই আটকে পড়া ট্রেনটিকে।

এই ঘটনা প্রসঙ্গে টিমার্নি স্টেশন ম্যানেজার অমিত পাঠক জানিয়েছেন, টাওয়ার ওয়াগনে প্রযুক্তিগত ত্রুটি থাকার কারণে মূল লাইন থেকে সরিয়ে সেটিকে লুপ লাইনে নিয়ে যাওয়া হয়। শ্রমিকদের দ্বারা এই কাজ করা হয়। তবে এই কাজের জন্য আপ লাইনে প্রায় ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

Smita Hari

সম্পর্কিত খবর