বাংলাহান্ট ডেস্ক: গোপাল ভক্ত মিঠাই (mithai)। ব্যবসায় গোপাল তার পার্টনার। গোপাল ‘হেলেপ’ করে বলেই না মিঠাই একা হাতে সব কাজ করে সবার মন জয় করতে পারে! হ্যাঁ হ্যাঁ, এখানে বাংলা সেরা সিরিয়াল ‘মিঠাই’ এর কথাই হচ্ছে। আদরের গোপালের আশীর্বাদ মাথার উপর না থাকলে সেটাও কি সম্ভব হত? সন্দেহ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর (soumitrisha kundu)।
এই একটা জায়গায় দারুন মিল মিঠাই ও সৌমিতৃষার। দুজনেই গোপাল ভক্ত। আসলে সৌমিতৃষা ছোট থেকেই খুব ঈশ্বর মানেন। বাড়িতে তাঁর গোপাল রয়েছে। পুজোর দিন থাকলেই নাকি মায়ের থেকে শাড়ি নিয়ে সাজতেন অভিনেত্রী। তবে এবারে বিষয়টা একটু অন্য রকম। শুটের তাড়া রয়েছে। কিন্তু তাই বলে গোপালের জন্মতিথিতে তাঁকে একটু যত্ন আত্তি করবেন না তা কি হয়!
জন্মাষ্টমীর দিনই ছিল মিঠাই এর শুট। সিরিয়ালেও এখন টানটান উত্তেজনার পর্ব চলছে। সোম ও তোর্ষার চক্রান্তে জেলে যেতে হয়েছে নির্দোষ মিঠাইকে। জেলে বসেই চলছে তার গোপালের আরাধনা। কিন্তু বাস্তবে সৌমিতৃষা কীভাবে পুজো করলেন গোপালকে? সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানালেন, যেহেতু সকালেই কলটাইম ছিল এদিন, তাই সকাল সকাল তিনি ও তাঁর মা উঠে নিজেরা স্নান সেরে তারপর গোপালকে স্নান করিয়েছেন। নতুন জামা পরিয়েছেন।
ভোগে এদিন গোপালের জন্য ছিল তালের বড়া, নাড়ু, মালপোয়া, ফল, মিষ্টি। নিজেরা সারাদিন নিরামিষ খেয়েছেন এদিন। তবে শুটের তাড়া থাকায় আর পুরোহিত ডেকে পুজো করাতে পারেননি সৌমিতৃষা, নিজেরাই নিষ্ঠা ভরে পুজো করেছেন গোপালকে। এদিন ছিল বাবা লোকনাথের জন্মতিথিও। পুজো করে তাঁকে ভোগ দিয়েছেন অমৃতি আর জিলিপি। এরপর শুটের পালা। সেখানে গরাদের ওপারে বসে গোপাল পুজো করতে হবে মিঠাইকে।
ইতিমধ্যেই প্রোমো প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে জেলের মধ্যে বসে গোপালকে ধুপ ধুনো দিয়ে আরতি করছে মিঠাই। সৌমিতৃষা নিজেও একটি ভিডিও শেয়ার করেছেন এদিনের। গোপালকে সুন্দর করে নতুন জামায় সাজাতে দেখা গিয়েছে তাঁকে। পঞ্চপ্রদীপ ও ঘন্টা নেড়ে আরতি করছেন তিনি গোপালকে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুটের মধ্যে যখন সত্যি সত্যিই তোমায় ডাকি। শুভ জন্মাষ্টমী!’
https://www.instagram.com/p/CTK4eTPB4gL/?utm_medium=copy_link
প্রসঙ্গত, সিরিয়ালে এখন দেখানো হচ্ছে সোম ও তোর্সার ষড়যন্ত্রে আগুন লেগে গিয়েছে সিদ্ধেশ্বর মোদকের দোকানের বেস কিচেনে। তারা চক্রান্ত করে ফাঁসায় মিঠাইকে। জেলে হতে হয় নির্দোষ মিঠাইকে। অপরদিকে সিঙ্গাপুরে থাকা সিড এ খবর শুনে মিঠাইকে বাঁচাতে ছুটে আসে কলকাতায়। নিজের দাদা আর টেসের চক্রান্ত ভণ্ডুল করে সে কি মিঠাইকে বাঁচাতে পারবে? সেটাই দেখার অপেক্ষায় দর্শকেরা।