ভবানীপুরে ঘরের মেয়ে, তিন কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার রাজ্যের ১ কেন্দ্রে উপ নির্বাচন এবং দুই কেন্দ্রের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভবানীপুরে উপনির্বাচন হবে। এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন হবে। আগামী ৩০ সেপেটেম্বর ভোট গ্রহণ হবে। আর ৩ অক্টোবর গণনা।

আর এবার এই তিন কেন্দ্রের প্রার্থীও ঘোষণা করল তৃণমূল। প্রত্যাশা মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের প্রার্থী করা হয়েছে। সামশেরগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে আমিরুল ইসলামকে এবং জঙ্গিপুরে তৃণমূলে প্রার্থী হচ্ছেন জাকির হোসেন।

উল্লেখ্য, গোটা তৃণমূল দল এবং খোদ তৃণমূল নেত্রী ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কারণ উপনির্বাচন না হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হত। আর তৃণমূলের সেই আশা পূরণ করে নির্বাচন কমিশন ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে।

কমিশনের দিনক্ষণ ঘোষণা করার পর তীব্র সমালোচনা করা হয়েছে বিজেপির তরফ থেকে। তাঁদের মধ্যে গোটা দেশে ৩১টি কেন্দ্রের উপনির্বাচন বকেয়া রয়েছে। তাহলে শুধু একটি কেন্দ্রেই কেন নির্বাচন হচ্ছে? তবে বিজেপির তরফ থেকে এখনও ওই কেন্দ্রে প্রার্থী কে হবেন, সেটা ঘোষণা হয়নি। আশা করা যাচ্ছে যে, আগামী দু’এক দিনের মধ্যে বিজেপিও তাঁদের প্রার্থী ঘোষণা করতে পারে।


Koushik Dutta

সম্পর্কিত খবর