বাংলাহান্ট ডেস্কঃ আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, সকাল থেকেই বদলে গিয়েছে বাংলার দক্ষিণের পরিবেশ। গুমোট গরম কিছুটা কাটিয়ে, দেখা দিয়েছে দুএক পশলা বৃষ্টির ধারা। তবে ভারী বৃষ্টি না হলেও, নিম্নাপের জেরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি এই কারণে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞাও জারী করা হয়েছে।
আবহাওয়ার খবর :
সর্বোচ্চ তাপমাত্রা | 33 ° C |
সর্বনিম্ন তাপমাত্রা | 28° C |
আদ্রতা | 87% |
বাতাস | 13 km/h |
মেঘে ঢাকা | 99% |
আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে কয়েকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
নিম্নচাপের জেরে সোম এবং মঙ্গলবার বাংলার দক্ষিণে বৃষ্টির আবহাওয়া বিরাজ করবে। যার কারণে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদীয়াতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টায় বাড়বে বৃষ্টির পরিমাণও। তবে এই বৃষ্টির মধ্যে রোদের প্রকাশ ঘটলে, বাড়বে আদ্রতা জনিত অস্বস্তি।
অন্যদিকে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আলিপুরদুয়ারে রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার বৃষ্টিপাত ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।