মুসলিম বলেই ট্রোলের নিশানা করা হচ্ছে? হিজাব পরার পরামর্শ পেতেই বিষ্ফোরক উরফি

বাংলাহান্ট ডেস্ক: একটি জ‍্যাকেটের দৌলতেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেলেন অভিনেত্রী তথা প্রাক্তন বিগ বস OTT প্রতিযোগী উরফি জাভেদ (urfi javed)। যেমন তেমন কোনো জ‍্যাকেট অবশ‍্য ছিল না সেটা। ক্রপ স্টাইলের জ‍্যাকেটটি এতটাই ছোট ছিল যে নীচ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল উরফির গোলাপি অন্তর্বাস। এমন আজব এয়ারপোর্ট লুকের জন‍্য রাতারাতি ভাইরাল হয়ে যান অভিনেত্রী।

উরফির এই সাজ পোশাক নিয়ে দুভাগে ভাগ হয়ে গিয়েছে নেটনাগরিকরা। অনেকের বেশ মনে ধরেছে অভিনেত্রীর এই ‘উদ্ভট’ লুক, অন‍্যদিকে বেশিরভাগ মানুষই ট্রোল করতে ব‍্যস্ত তাঁকে। তাদের মতে, প্রচারের আলোয় আসতেই বিমানবন্দরের মাঝে ব্রা দেখিয়ে ঘুরে বেড়াচ্ছেন উরফি।

xurfi javed 4.jpg.pagespeed.ic .yCfjcV0ipl

তবে এবার ট্রোল, মশকরাটা একটু বাড়াবাড়ির পর্যায়েই চলে গিয়েছে। অনেকে উরফিকে হিজাব পরানোর পরামর্শ দিয়েছেন। এরপরেই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বিতর্কিত অভিনেত্রী। তাঁর প্রশ্ন, তিনি মুসলিম ধর্মাবলম্বী বলেই কি তাঁকে ট্রোল করা হচ্ছে? নিজের ইনস্টা স্টোরিতে ট্রোলারদের বানানো একটি ছবি শেয়ার করেছেন উরফি। সেখানে দেখা যাচ্ছে স্বরা ভাস্কর এবং আরেকজন ব‍্যক্তি উরফির বিতর্কিত পোশাকের একটি ছবি হাতে ধরে দাঁড়িয়ে রয়েছেন। ছবিতে লেখা, ‘গরীব মহিলাদের সাহায‍্য করুন। যাতে তারা হিজাব ও নকাব কিনতে পারে।’

1631193177165

ছবিটি শেয়ার করে উরফি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ট্রোলারদের উদ্দেশে, ‘আমি মুসলিম শুধুমাত্র সে জন‍্যই কি আমাকে ট্রোলের নিশানা করা হচ্ছে?’ উল্লেখ‍্য, সমালোচনার বিষয়ে সম্প্রতি উরফি এক সাক্ষাৎকারে বলেন, তাঁর যদি লাইমলাইটের দরকারই হত তাহলে তিনি বিনা পোশাকেই এয়ারপোর্টে হাজির হয়ে যেতেন। অভিনেত্রীর অভিযোগ ছিল, তাঁর কাজ নয় বরং শুধু তাঁর পোশাপ নিয়েই চর্চা করছে সকলে।

Niranjana Nag

সম্পর্কিত খবর