বাংলাহান্ট ডেস্ক: কাঁটায় কাঁটায় টক্কর চলছে ‘মিঠাই’ (mithai) ও ‘সর্বজয়া’র (sarbajaya)। প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সর্বজয়া। নীচে নামা তো দূরের কথা বরং সর্বজয়ার দাপটে নাভিশ্বাস ওঠার যোগাড় অপরাজিতা অপু ও মিঠাইয়ের। এই ক সপ্তাহ টানা তৃতীয় স্থান নিজের দখলে রেখেছিল সর্বজয়া। এ সপ্তাহের টিআরপি রেটিং প্রকাশ্যে আসতেই চক্ষু চড়কগাছ সকলের!
আরো পয়েন্ট বেড়েছে সর্বজয়ার। গত সপ্তাহে ৮.৭ নিয়ে তৃতীয় স্থানে ছিল এই নতুন সিরিয়াল। এ সপ্তাহে একেবারে ৯ পয়েন্ট দখল করে নিয়েছে সর্বজয়া। তবে মিঠাই প্রেমীদের এখনি মন খারাপ করার প্রয়োজন নেই। এখনো পর্যন্ত রেকর্ড ধরে রাখতে পেরেছে মোদক বাড়ির বৌমা। ১১.২ পয়েন্ট নিয়ে এখনো বাংলা সেরাই রয়েছে মিঠাই। অপরদিকে অপরাজিতা অপুকে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সর্বজয়া।
গত সপ্তাহে ৮.৯ পেয়েছিল অপু। এবার তার ঝুলিতে মোটে ৮.৪। চমকের বাকি রয়েছে আরো। চিত্রনাট্যে মোড় ঘুরিয়ে আবারো হারানো স্থান জিততে সক্ষম হয়েছে স্টার জলসার খড়কুটো। ষষ্ঠ থেকে ৮.৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে এই সিরিয়াল। চমকপ্রদ ফল করেছে ধুলোকণাও। অষ্টম থেকে সোজা লাফ দিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে স্টার জলসার এই সিরিয়াল। ৭.৮ পেয়ে জি বাংলার যমুনা ঢাকির সঙ্গে জায়গা ভাগাভাগি করে নিয়েছে ধুলোকণা।
জি বাংলার আরো দুটি সিরিয়াল ভাল ফল করেছে। ৬.৮ পেয়ে নবম স্থানে উঠে এসেছে কড়ি খেলা। তার ঠিক পরের স্লট দশটায় ‘এই পথ যদি না শেষ হয়’। ৬.৫ পেয়ে দশমের একটু পরেই রয়েছে এই সিরিয়াল। এবারে মোট প্রাপ্ত ফলের ক্ষেত্রেও স্টার জলসা আর জি বাংলার হাড্ডাহাড্ডি টক্কর। জি বাংলার সংগ্রহে মোট ৬৮৬ নম্বর এবং স্টার জলসার সংগ্রহে রয়েছে ৬৮০।
আরো কয়েকটি নতুন সিরিয়াল শুরুর জন্য অপেক্ষায় রয়েছে জি বাংলা এবং স্টার জলসায়। তালিকায় রয়েছে উমা এবং আয় তবে সহচরী। উমার অন্যতম আকর্ষণ সিরিয়ালের নায়ক নীল ভট্টাচার্য্য এবং আয় তবে সহচরীতে অনেকদিন পর ছোটপর্দায় ফিরছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তাই দুটি সিরিয়াল নিয়েই আগ্রহ রয়েছে দর্শকদের।